Windows 10 download বা Windows 10 ISO file ফ্রি download করার উপায় খুজছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমি দেখাবো মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে Windows 10 ISO file ফ্রি download করা যায় এবং Windows 10 download ও পেনড্রাইভে বুটেবল করে কম্পিউটারে Windows 10 সেটআপ করা যায়। ইউন্ডোজ ১০ ISO ফাইল ডাউনলোড ও সেটাআপ করার উপায় জানতে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুনঃ
Windows 10 ISO file কি?
একটি ISO ফাইল, যা একটি ISO ইমেজ নামেও পরিচিত, একটি ফাইল যেখানে একটি একক প্রোগ্রামের জন্য সমস্ত ইনস্টলেশন ফাইল থাকে। কিছু সফ্টওয়্যার প্রোগ্রাম, বিশেষ করে বড় বড় সফ্টওয়্যার প্রোগ্রাম গুলি, কখনও কখনও ISO ফাইল হিসাবে করা হয়, যার মধ্যে Microsoft Office এবং Windows অপারেটিং সিস্টেম রয়েছে ৷ ISO ফাইল মূলত একটি আর্কাইভ ফাইল যা অপ্টিক্যাল ডিক্সে পাওয়া অনেকগুলো ডেটার একটি বান্ডেল ফাইল। বড় ফাইল সেট বিতরণ বা শেয়ার করার জন্য বা অপটিক্যাল ডিক্সে বার্ন করার জন্য ISO ফাইল ব্যবহার করা হয়। Windows 10 ISO file download ও আর্কাইভ ফাইল বা অপটিক্যাল ডিক্সে বার্ন করে ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ
Windows 10 ISO free file download করার উপায়
আমরা বেশিরভাগ মানুষ কম্পিউটারে ইউন্ডোজ ১০ সেটাআপ করার জন্য বাজার থেকে
Windows 10 ISO file এর সিডি বা ডিভিডি কিনে বা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে Windows 10 ISO file download করে ব্যবহার করি। কিন্তু আজকে আমি এমন একটি ট্রিকস শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি মাইক্রোসফট এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে Windows 10 ISO file ডাউনলোড করতে পারবেন সম্পূর্ন ফ্রিতে। আপনি যদি কোন সিডি বা ডিভিটি কিনেন তাহলে নিশ্চয় Windows 10 ISO file এর আপডেট ভার্সন পাবেন না। তবে যদি আপনি মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Windows download করেন তাহলে সবসময় লেটেস্ট ভার্সনের ইউন্ডোজ ১০ ডাউনলোড করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ইউন্ডোজ ১০ আইএসও ফাইল ডাউনলোড করার উপায়ঃ
Windows 10 download করবেন যেভাবে।
Microsoft- এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউন্ডোজ ১০ ডাউনলোড করার জন্য। সর্ব প্রথম Microsoft- এর অফিসিয়াল ওয়েবসাইটে ইউন্ডোজ ১০ ডাউনলোড লিংক https://www.microsoft.com/en-us/software-download/windows10 প্রবেশ করুন বা এখানে ক্লিক করুন। লিংকে প্রবেশ করার পর আপনি নিচের ছবির মত একটি ওয়েবপেজ দেখতে পাবেন।
এই পেজে আপনি ডাউনলোডের কোন অপশন দেখতে পাবেন না লেখা থাকে আপডেট নাও। মূলত মাইক্রোসফট ফ্রিতে Windows 10 ISO file download সার্পোট করে না। কিন্তু আমি যে ট্রিকস শেয়ার করব তার মাধ্যমে আপনি এই ফাইল টি ডাউনলোড করতে পারবেন।
Windows 10 ISO file download free | ধাপঃ ১
https://www.microsoft.com/en-us/software-download/windows10 প্রবেশ করার পর মাউসের রাইট বাটন প্রেস করুন। অনেক গুলো অপশন দেখাবে সেখানে থেকে সবার নিচের অপশন “Inspect”- এ ক্লিক করুন।
Windows 10 ISO file download free | ধাপঃ ২
“Inspect”- এ ক্লিক করার পর নিচের ছবির মত ইন্টাফেস আসবে সেখান থেকে “Toggle device toolbar” থেকে মোবাইল মুড চালু করে নিই।
Windows 10 ISO file download free | ধাপঃ ৩
মোবাইল মুড অন করার পর পেজটি আবার রিলোড করুন। নিচের চিত্রে দেখুনঃ
Windows 10 ISO file download free | ধাপঃ ৪
পেজ টি রিলোড করার পর আপডেট অপশনটি উঠে যাযে এখন আপনি এডিশন, ভাষা, বিট ইত্যাদি সিলেক্ট করে ফাইল টি ডাউনলোড করতে পারবেন। নিচের ছবি গুলো দেখুন।
১. প্রথমে এডিশন সিলেক্ট করুন এবং কনফর্ম এ ট্যাব করুন।
২. এখন ভাষা সিলেক্ট করুন এবং কনফর্ম-এ ট্যাব করুন।
৩. এখন আপনি ডাউনলোডের অপশন দেখতে পাবেন। এখানে থেকে আপনি কোন বিটের Windows 10 ISO file ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করার সাথে সাথেই Windows 10 download শুরু হয়ে যাবে।
Windows 10 ISO file পেনড্রাইভে বুটেবল করবেন যেভাবে।
এতক্ষণ তো Windows 10 ISO file free ডাউনলোড করার উপায় দেখলেন। এখন চলুন দেখে নেওয়া যাক এই Windows 10 ISO file পেনড্রাইভে বুটেবল করে কম্পিউটারে সেটআপ করবেন যেভাবে।
Windows 10 ISO file পেনড্রাইভে বুটেবল করার উপায়
ইউন্ডোজ পেনড্রাইভে বুটেবল করার অনেক উপায় আছে। তবে আমি ব্যক্তিগত ভাবে যেভাবে ইউন্ডোজ পেনড্রাইভে েবুটেবল করি সেটি আপনাকে দেখাবে।
আমি পেনড্রাইভে ইউন্ডোজ বুটেবল করতে যে সফটওয়্যার ব্যবহার করি তা হল “Power ISO” । পেনড্রাইভে ইউন্ডোজ বুটেবল করতে প্রথমে এই লিংকে ক্লিক করে “Power ISO” সফ্টওয়্যার ডাউনলোড করে ইন্সস্টল করে নিন। এবং নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
ধাপঃ১
প্রথমে আপনার কমিউটারে পেনড্রাইভ ইনচার্ট করুন এবং “Power ISO” সফ্টওয়্যার টি ওপেন করুন।আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন, সেখান থেকে “Tools” ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে “Create bootable USB drive” অপশনে ক্লিক করুন।
ধাপঃ২
“Create bootable USB drive” অপশনে ক্লিক করার পর আপনি নিচের ছবির মত একটি ইন্টার ফেস দেখতে পাবেন। এখান থেকে ইমেজ ফাইল অপশনে Windows 10 ISO file টি আপলোড করে দিন এই ফাইল সিস্টেম অপশন থেকে ফরম্যাট সিলেক্ট করে দিন বা অটোমেটিকও রাখতে পারেন।
ধাপঃ৩
ফাইল আপলোড ও ফরম্যাট সিলেক্ট করা হয়ে গেলে স্টার্ট-এ ক্লিক করুন।
পরিশেষে,
আশাকরি এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে Windows 10 ISO file free ডাউনলোড ও বুটেবল করে কম্পিউটারে সেটআপ করবেন। আশা কারি পোস্টটি আপনার উপকারে আসবে। ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।