বর্তমান বিশ্বে বেকারত্ব একটি প্রধান সমস্যা। এরই মধ্যে অনলাইনের মাধ্যমে টাকা আয় করা যায় শুনেই অনেকেই আগ্রহী হয়ে ছুটছে অনলাইনে টাকা আয় করার জন্য। অনেকের কম্পিউটার না থাকায় তার খুজে চলেছে কিভাবে মোবাইলের মাধ্যমে আয় করা যায়। বন্ধুরা, কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আয় করা যায় এ বিষয় নিয়ে কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম সেটি পড়তে এখানে ক্লিক করুন। তাহলে আপনি হয়ত Wpp Share সম্পর্কেও একটি ধারণা পাবেন। যাই হোক মূল কথায় আসি, তো অনেকেই হয়ত ভাবেন যে আমি তো শিক্ষার্থী বা আমি একটি ছোট খাট চাকুরী করি পার্টটাইমে যদি Wpp Share এর মত সাইট বা অ্যাপ থেকে কিছু আয় করা যায়। সেক্ষেত্রে আমি বলব হ্যাঁ, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি অনলাইলে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, মানে আপনার লক্ষ্য যদি হয়ে থাকে একজন ফ্রিল্যাসার হওয়ার তাহলে আমি আপনাকে বলব এইসব অ্যাপস ব্যবহার করে টাকা আয় করার চিন্তা ত্যাগ করে ভাল কোন কাজ শিখুন। “ফ্রিল্যাসিং বা অনলাইনে আয় ! যে বিষয়গুলো জানা উচিত !!” আপনি এই পোস্ট টি একবার পড়ে আসতে পারেন।
যাইহোক মূল কথায় ফিরে আসি, চলুন জেনে নিই wpp share কি? Wpp Share এর মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায়।
আরও পড়ুনঃ
Wppshare কি?
wppshare একটি ব্রিটিশ কোম্পানি, যাদের মূল ব্যবসা হল বানিজ্য হোল্ডিং এবং বিজ্ঞাপন ও গন সংযোগ ইত্যাদি। wppshare কোম্পানির সদর দপ্তর ইংল্যান্ডের লনডনে অবস্থিত। বর্তমানে www.wppshare.com সাইটে ছোট ছোট বিজ্ঞাপন প্রচার মূলক কাজের মাধ্যমে রেজিষ্টার সদস্যরা আয় করে থাকেন।
Wpp share-এ কি কি কাজ থাকে?
wpp share-এ মূলত ফেজবুক বা ইউটিউব ভিডিও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ইত্যাদি ট্যাক্স থাকে। যে গুলা সঠিক ভাবে সম্পন্ন করলে আপনি ৮ টাকা ইনকার করবেন। wpp share -এ দুই ধরনের একান্ট হয়ে থাকে। একটি ফ্রি একান্ট আর অন্যটি ভিআইপি। ফ্রি একান্টের মাধ্যমে আপনি প্রতিদিন ৩ টা করে ট্যাক্স সম্পন্ন করতে পারবেন। আর ভিআইপি একান্টের মাধ্যমে আপনি প্রতিদিন আনলিমিটেড ট্যাক্স সম্পন্ন করতে পারবেন।
কিভাবে Wppshare-এ একান্ট খুলবেন
সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোন ব্রাউজারের সাহায্যে ভিজিট করুন www.wppshare.com অথবা এখানে ক্লিক করুন। আপনি নিচের চিত্রের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
যখন আপনার আয় ১০০ টাকার বেশি হবে হবে তখন আপনি সেই টাকা উত্তোলন করতে পারবেন। আপনি wppshare থেকে দুই ভাবে টাকা উত্তোলন করতে পারবেন। মোবাইল রিচার্জ এবং বিকাশ এর মাধ্যমে।
আরও পড়ুনঃ
আমার মতামতঃ
একবার ভাবুন তো, wppshare আপনাকে কাজ দিবে, আপনি উপার্জন করবেন এবং সেই টাকা উত্তোলন করবেন কিন্তু যেখানে কিনা আপনার কোন তথ্যের প্রয়োজন নাই, শুধু ফোন নম্বর হলেই হয় তাও আবার ভেরিফিকেশনের কোন প্রয়োজন নেই। সেটা কতটা বিশ্বস্ত হতে পারে?
বন্ধুরা, আপনি যদি সত্যি অনলাইন থেকে আয় করতে চান, আপনি যদি সত্যিই অনলাইনে আপনার ক্যারিযার গড়তে চান। তাহলে আমি বলব, এসব ফালতু অ্যাপ্লিকেশন, বা ওয়েবসাইটের পিছনে ঝুকে সময় নষ্ট না করে ভাল কোন কাজ শিখুন। যেমনঃ ব্লগিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন,ডিজিটাল মার্কেটিং,এসইও ইত্যাদি কোন স্পেশাল স্কিল এর কাজ শিখে, ফাইবার,ফ্রিল্যার বা আপওয়ার্ক এর মত অনেক ওয়েব সাই ট আছে যেখান থেকে আপনি মাসে লক্ষ্য লক্ষ্য টাকা অনায়াসেই আয় করতে পারবেন। এবং অনলাইনে আপনি একজন ফ্রিল্যাসার হিসেবে আপনার স্মার্ট ক্যারিয়ার গড়তে পারবেন।
আশাকরি এই পোস্টটি পড়ে আপনার উপকারে আসবে। এই পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
</div