ইন্সটাগ্রাম ফেজবুকের ভিডিও ও ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন। আমরা সবাই জানি ইন্সটাগ্রামে ব্রান্ডিং এর জন্য বা মার্কেটিং-এ ভিডিও এর গুরুত্ব কতখানি। আপনি যদি ছবির পরিবর্তে একটি শর্ট ভিডিও আপলোড করেন, সেই ভিডিও কতখানি রিস হয় আর একটি ছবি ইন্টাগ্রামে কতগুলো মানুষের কাছে পৌঁছায় সেটা আপনি নিজেই দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি ইন্সটাগ্রামের এক্সপ্লোর পেজে যান তাহলে দেখতে পাবেন সেখানে প্রায় সবগুলোই ভিডিও দেখায়। আর তাই ইন্সটাগ্রাম মার্কেটিং এর জন্য জন্য ভিডিও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি ইন্সটাগ্রামে পার্সোনাল ব্রান্ডিং করতে চান বা ইন্সাগ্রামে এক জন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার ইন্সটাগ্রামের জন্য ভিডিও এডিটিং জানা প্রয়োজন। আপনি যদি ভিডিও এডিটিং জেনে থাকেন তাহলে তো খুবিই ভাল আর যদি না জেনে থাকেন। তাহলে আপনার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চলেছি যেটা ব্যবহার করেই আপনি খুব সহজে মোবাইল দিয়ে ইন্সটাগ্রামের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন।
আরও পড়ুনঃ
ইন্সটাগ্রামের জন্য মোবাইলে ভিডিও এডিটিং | Inshot অ্যাপে।
আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে চলেছি সেটা হল ইন্সহট (Inshot)। ইন্সহট (Inshot) অ্যাপ্লিকেশনে প্রায় সব ধরনের ফিচার, ইফেক্ট,সাউন্ড ইত্যাদি রয়েছে যা ইন্সটাগ্রাম-এ ভিডিও তৈরী করতে আপনার প্রয়োজন হয়।এছাড়া ইন্সহট (Inshot) ইন্সটাগ্রামের জন্য ভিডিও এডিটিং করার সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অ্যাপ্লিকেশন। আপনি যদি গুগল প্লে স্টোর যে গিয়ে দেখেন এটার রেটিং ৪.৮ এবং ব্যবহার কারি যে লোক গুলে রেটিং দিয়েছেন তার সংখ্যা প্রায় এক কোটি ছয় লক্ষ। এটা তো শুধু মাত্র যারা রেটিং দিয়েছেন। এখন ভাবুন আরও কত মানুষ এটা ব্যবহার করছেন। কারন সবাই তো আর রেটিং দেয় না। যেমনঃ আমি নিজেও মাঝে মাঝে দেয় না।
যাইহোক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নিই কিভাবে অ্যাপ্লিকেশটি ডাউনলোড করব এবং ভিডিও এডিটিং এর ধাব সমূহঃ
সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর চলে যান এবং সেখানে লিখে সার্চ করুন Inshot . এবং আপনি নিচের ছবির মত একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এবং Inshot অ্যাপ্লিকেশটি ইন্সটল করে নিন।
Inshot অ্যাপ্লিকেশটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপ্লিকেশটি ওপেন করুন। এবং আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে ভিডিও তে ক্লিক করুন।
এখন আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। সবার উপরে দুইটা অপশন দেখতে পাবেন ১. ভিডিও ২. ফটো। এখানে থেকে ভিডিওতে ক্লিক করুন এবং আপনি যে ভিডিও টি এডিট করতে চান সেটা আপলোড করে নিন।
আরও পড়ুনঃ