ডেস্কটপ বা ল্যাপট্যাপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমই আছেন। হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন। সারাবিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ বিলিয়নেরও বেশি। হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনস্ক্রিপশন-এর জন্য আমাদের আদান-প্রদান করা তথ্য, ভয়েস, কল, মেসেজ বা ছবি সবকিছুই গোপনও সুরক্ষীত থাকে। আর এজন্য সারাবিশ্বে হোয়াটসঅ্যাপ অত্যন্ত জনপ্রিয়। আমরা সবাই খুব সহজেই মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি। অনেকে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কিন্তু কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্পর্কে কেউ কেউ না না ধরনের সম্যায় ভুগেন। আজকে  আমি আপনাদের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের তিনটি উপায় সম্পর্কে বলতে চলেছি। চলুন জেনে নিই কিভাবে কম্পিউটারে হোয়াসটঅ্যাপ ব্যবহার করতে হয়।

ডেস্কটপ বা ল্যাপট্যাপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে
ডেস্কটপ বা ল্যাপট্যাপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

আরও পড়ুনঃ

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। আমরা আজকে যে তিনটি উপায়ে পিসিতে  হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্পর্কে জানব তা হলঃ

  • ওয়েব ব্রাউজারের মাধ্যমে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার
  • এক্সটেনশন এর মাধ্যমে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার
  • হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ব্যবহার

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের পদ্ধতি

আপনি যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনের হোয়াটঅ্যাপে লগইন থাকতে হবে। সুতরাং এখুনি আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে লগইল করে নিন। যদি আপনি আগে থেকেই লগইল করে থাকেন, তাহলে চলুন আর দেরি না করে শুরু করিঃ

হোয়াটসঅ্যাপ ওয়েব বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ধাপ সমূহঃ

  • কম্পিউটারে  আপনার পছন্দমত যে কোন একটি ব্রাউজার ওপেন করুন  এবং web.whatsapp.com সাইটে প্রবেশ করুন।
  • এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উপরের ডান পাশে সার্চ অপশনের পাশে থ্রিডট অপশনে ক্লিক করুন। [ বিঃদ্রঃ আপনি যদি আইফোন ব্যবহার করে তাহলে সেটিংস অপশনে প্রবেশ করুন।]
  • একটি ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখান থেকে  হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) অপশনে ক্লিক করুন।
  • আপনার ফোনে একটি স্ক্যানার ওপেন হবে। সেটির মাধ্যমে আপনার কম্পিউটারে দেখানো কিউ-আর কোডটি স্ক্যান করুন।
  • আপনি যদি উপরের কাজ গুলো সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার ফোনের সকল চ্যাট লিস্ট কম্পিউটারে ওয়েব ব্রাউজারে দেখতে পাবেন।
এখন আপনি ফোনের মতই আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

এক্সটেনশনের মাধ্যমে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার নিয়মঃ

গুগল ক্রোম-এর একটি জনপ্রিয় এক্সটেনশন আছে, যেটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ,  ফেসবুক সহ প্রায় সকল সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার ব্যবহার করা যায়।এক্সটেনশনটির নাম  “মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger)।  চলুন দেখে নিই গুগল ক্রোম এক্সটেনশনের মাধ্যমে কিভাবে ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়।
  • সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে “মাল্টিমেসেঞ্জার” এক্সটেনশনটি ইন্সস্টল করে নিন।(আপনি যদি ক্রোম এক্সটেনশন কিভানে ইনস্টল করতে হয় সেটা না জানেন। তাহলে কিভাবে এক্সটেনশন ইন্সস্টল করতে হয় সেটা জানতে এখানে ক্লিক করুন।)
  • গুগল ক্রোম ব্রাউজারে “মাল্টিমেসেঞ্জার” এক্সটেনশন ইন্সস্টল করা হয়ে গেলে আপনি ব্রাউজারের এক্সটেনশন বারে (ইউআরএল বারের ডান পাশে) “মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger) এক্সটেনশনের আইকন দেখতে পাবেন। আইকনটিতে ক্লিক করে “মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger) এক্সটেনশনটি ওপেন করে নিন।
  • এক্সটেনশনটি ওপেন হওয়ার পর আপনি এক্সটনশনের বাম পাশে অনেকগুলো সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার আইকন দেখতে পাবেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করুন।
  • এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উপরের ডান পাশে সার্চ অপশনের পাশে থ্রিডট অপশনে ক্লিক করুন। [ বিঃদ্রঃ আপনি যদি আইফোন ব্যবহার করে তাহলে সেটিংস অপশনে প্রবেশ করুন।]
  • একটি ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখান থেকে  হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) অপশনে ক্লিক করুন।
  • আপনার ফোনে একটি স্ক্যানার ওপেন হবে। সেটির মাধ্যমে আপনার কম্পিউটারে দেখানো কিউ-আর কোডটি স্ক্যান করুন।
  • আপনি যদি উপরের কাজ গুলো সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার ফোনের সকল চ্যাট লিস্ট  ব্রাউজারের এক্সটেনশনে ওপেন হবে।
এভাবে আপনি গুগল ক্রোম এক্সটেনশন এর মাধ্যমেও আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ  ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপ  ডেস্কটপ অ্যাপ ব্যবহার

আপনি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ  অ্যাপ ব্যবহার করতে পারেন। কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে চাইলে, আপনাকে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে ইন্সস্টল করে নিতে হবে। আপনি গুগলে  “WhatsApp Desktop App” লিখে সার্চ করে অ্যাপ্লিকেশ টি ডাউনলোড করে নিতে পারেন। অথবা এখানে ক্লিক করুন।
ধাপসমূহঃ
  • হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ডাউনলো করা হয়ে গেলে ইনস্টল করে নিন।
  • ইন্সস্টল করা হয়ে গেলে ওপেন করুন।
  • এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উপরের ডান পাশে সার্চ অপশনের পাশে থ্রিডট অপশনে ক্লিক করুন। [ বিঃদ্রঃ আপনি যদি আইফোন ব্যবহার করে তাহলে সেটিংস অপশনে প্রবেশ করুন।]
  • একটি ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখান থেকে  হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) অপশনে ক্লিক করুন।
  • আপনার ফোনে একটি স্ক্যানার ওপেন হবে। সেটির মাধ্যমে আপনার কম্পিউটারে দেখানো কিউ-আর কোডটি স্ক্যান করুন।
  • আপনি যদি উপরের কাজ গুলো সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার ফোনের সকল চ্যাট লিস্ট  হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে দেখতে পাবেন।

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল, আমরা কম্পিউটার থেকে যেকোন ফরম্যাটের ফাইল আদান প্রদান করতে পারি। যেমন xls, doc, Ai, Ps  ইত্যাদি সহ, যে ফাইল গুলো মোবাইলের মাধ্যমে পাঠানো ঝামেলা মনে হত। এছাড়া চ্যাটিং করার ক্ষেত্রে মোবাইলের চাইতে দ্রুত টাইপ করা যায়

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অসুবিধা

ডেস্কটপ বা ল্যাপটপ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অসুবিধার কথা বলতে গেলে, আমরা মোবাইল ফোনে এড্রেস বুক এর মাধ্যমে ইনভাইট করে থাকি সেটা সেটা হোয়াটসঅ্যাপ ওয়েব বা হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে করা যায় না। আর কম্পিউটারে হোয়াটসঅ্যাপ  ব্যবহার ওয়েব ভিত্তিক তাই নেট সংযোগ না থাকলে পূর্ববর্তী মেসেজ গুলো দেখা যায় না।
উপরে ৩ টি পদ্ধতি দেখানো হয়েছে কি কিভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আপনি যে কোন একটি পদ্ধতি অনুসরণ করে আপনার ডেস্কটপ বা ল্যাপটবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তবে আমার মতে হোয়াটসঅ্যাপ ওয়েব অর্থাৎ, ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার উত্তম। কেননা, এটার জন্য আপনাকে আলাদা কোন অ্যাপ্লিকেশ ডাউনলোড করতে হবে না।

আরও পড়ুনঃ

গুগল ক্রোমে  এক্সটেনশন মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger)  ইন্সস্টল করবেন যেভাবে

ধাপ সমূহঃ

  • আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করুন।
  • এখন গুগলে “Multi messenger chrome extension” লিখে সার্চ করুন।
  • সার্চ রেজাল্টের প্রথম লিঙ্ক “WhatsApp Green Multi messenger for WhatsApp”  টাইটেলের লিঙ্কটি ওপেন করুন।
  • এটি আপনাকে গুগল ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে “Add to chrome”  এ ক্লিক করুন।
  • গুগল ক্রোম ব্রাউজারে “মাল্টিমেসেঞ্জার” এক্সটেনশন ইন্সস্টল করা হয়ে গেলে আপনি ব্রাউজারের এক্সটেনশন বারে (ইউআরএল বারের ডান পাশে) “মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger) এক্সটেনশনের আইকন দেখতে পাবেন।
আশাকরি পোস্টটি আপনাদের উপকার হয়েছে। পোস্টটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top