ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায় জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
বর্তমানে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। প্রায় প্রত্যেক মানুষই ফেসবুকের সাথে জড়িত। আপনি আপনার প্রত্যাহিক জীবনে দেখা যায় বেশিরভাগ সময়ই এখানে ব্যয় করেন। কিন্তু আপনি নিশ্চয়ই অনেক বিরক্ত হন যখন ফেসবুকে বিরক্তিকর বিভিন্ন অ্যাড আসতেই থাকে। সেই সব অ্যাড এ আপনার কোন উপকার হয় না বরং সেগুলো আপনার কাজে ব্যাঘাত ঘটায়। তবে আপনি চাইলে ফেসবুকের এড আসা বন্ধ করতে পারেন আপনার ফেসবুক একাউন্টে। আপনি যদি সেগুলো বন্ধ করতে চান কিন্তু কোন উপায় খুঁজে না পেয়ে বিরক্ত হন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। নিচে বিস্তারিত আলোচনা করা হলো কিভাবে আপনি ফেসবুকের বিরক্তিকর অ্যাড বন্ধ করতে পারবেনঃ
আরও পড়ুনঃ ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা ও অসুবিধা
ফেসবুক এড বন্ধ করার আগে যদি আপনি জেনে নেন ফেজবুক কেন এড দেখায়, ফেসবুক এড কত ধরনের এবং ফেসবুক আপনাকে কিভাবে এবং কি ধরনের এড দেখায়, তাহলে আপনি বিষয়টি আরও ভালভাবে বুঝতে পারবেন।
কেন ফেসবুক এড দেখায়
বর্তমানে বিশ্বে ফেজবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৮৫ বিলিয়ন। এখন আপনি বুঝতেই পারছেন কোন ব্রান্ড সচেতনতা বৃদ্ধিতে বা ব্রান্ড প্রোমট এর ক্ষেত্রে ফেজবুক কতটা সম্ভবনা প্রদান করে। আর এই আশ্চর্যজনক সম্ভবনার জন্য সকল কোম্পানি তাদের প্রডাক্ট বা সার্ভিস ফেজবুকে বিজ্ঞাপন এর মাধ্যমে প্রমোট করে থাকেন। আর একটা ব্যাপার আপনি নিজেই চিন্তা করুন, আমরা ফেজবুকে মত এত বড় সোশ্যাল মিডিয়া/নেটওয়ার্কিং কোম্পানির সুবিধা ফ্রি ভোগ করছি, এখন এই কোম্পানীর(ফেসবুকের) আয়ের উৎস কি? হ্যাঁ, আপনার আমার কাছে আসা এই এড গুলোই। আপনি জানেন কি গত বছর ২০২০ সালে ফেসবুক এড এর রেভিনিউ কত ছিল? প্রায় ৮৪.২ বিলিয়ন মার্কিন ডলার। সুতরাং এখন বুঝতেই পারছেন, কেন আমাদেরকে ফেজবুক এড দেখিয়ে বিরক্ত করে। তবে হতাশ হবেন না, ফেসবুকর বিরক্তিকর এড থেকে মুক্তির উপায় আছে।
ফেসবুক যেভাবে আপনার কাছে এড দেখায়
আপনি একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে, আপনি যদি গুগলে কোন প্রডাক্ট সার্চ করেন বা কোন কোম্পানীর ওয়েবসাইট ভিজিট করনে, এবং পরবর্তীতে যখনি আপনি ফেজবুকে প্রবেশ করেন তখন ফেজবুক আপনি এতক্ষণ যে বিষয় বা প্রডাক্ট খুজেছেন, ফেজবুক আপনার কাছে সেই রিলেটেড অসংখ্য এড নিয়ে হাজির।যা আপনার কাছে অনেক সময় বিরক্তির এড হিসেবে বিবেচিত হয়। মূলত আপনি যখন কোন ওয়েব সাইট ব্রাউজ করেন এই ওয়েবসাইট এবং এড নেটওয়ার্ক গুলো আপানর ডিভাইজে কুকি ইন্সস্টল করে দেয় যা আপনার পছন্দ-অপছন্দ এবং আপনার ব্রাউজিং এক্টিভিটিগুলো এড নেটওয়ার্ক কোম্পানি গুলোকে বলে দেয়। এবং সেই অনুযায়ী আপনার পরবর্তী ব্রাউজিং এড দেখিয়ে থাকে।
ফেজবুকে এড কত ধরনের
ফেজবুকে মূলত তিন ধরনের এড দেখতে পাওয়া যায়। সেগুলো হলঃ
- টেক্সট এড
- ছবি বা ব্যানার এড
- ভিডিও এড।
এগুলোর মধ্যে আমাদের সকলের কাছে ভিডিও এডটি বেশি বিরক্তিকর মনে হয়। যাইহোক চলুন মূল আলোচনায় ফিরে আসি। ফেসবুকের বিরক্তিকর এড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
ফেসবুকের বিরক্তিকর অ্যাড বন্ধ করার উপায়ঃ
- প্রথমেই আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন এবং লগইন করুন।
- আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে উপরের দিকে ডান পাশে মেনুবারে এ চলে যান।
- নিচের ছবির মত একটি পেজ আসার পরে স্ক্রল করে নিচে যান।
- সেটিংস এবং প্রাইভেসিতে আপনি একাউন্ট ”সেটিংস” দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- একাউন্ট সেটিংস ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত বিভিন্ন অপশন দেখতে পাবেন ।
- এখন স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি “Permissions” নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- এখন Ad Preferences অপশনে ক্লিক করুন।
- এই অপশন থেকে আপনি আপনার ফেসবুকে আসা বিভিন্ন অ্যাড খুঁজে পাবেন। এবং সকল এড গুলো হাইড করে ফেলুন।
- এরপরে অ্যাড সেটিং এ ক্লিক করুন। এবং নিচের অপশনগুলো খুঁজে পাবেন।
- “Data about your activity from partners” প্রথম অপশন এ ক্লিক করুন। এবং অপশনটি চাল থাকলে বন্ধ করে দিন।