বর্তমান এই বিশ্বটাই হচ্ছে ভার্চ্যুয়াল যুগ।এই যুগে আমাদের কোনো কিছু খুজে বের করতে হলে বই কিংবা লাইব্রেরীতে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে দেখার ধৈর্য্য আর আমাদের মাঝে নেই। এখন কোনো তথ্য জানার হলেই আমরা আমাদের মোবাইলে ডাটা টা অন করেই ঢুকে যাই গুগলে।গুগলে ঢুকেই আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি লিখে সার্চ অপশনে ক্লিক করতে দেড়ি কিন্তু ফলাফল বের হতে দেড়ি হয় না। কেননা আমরা যা চাই সব কিছুই এই গুগল ধারণ করে আছে অনেক আগে থেকেই।এমনকি আমরা আমাদের প্রয়োজনীয় কোনো কিছু লিখার আগেই গুগল সেটি বের করে নেয়। এর মাঝে এখন আরো একটি অপশন হলো ইমেজ সার্চ।অর্থাৎ আমাদের হাতে যদি কোনো ইমেজ বা ছবি থাকে এবং আমরা যদি এটি সম্পর্কে না জানি কিংবা এই ছবি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই তবে গুগল সেই ব্যাবস্থাও করে রেখেছে আমাদের জন্য।একে বলা হয়ে থাকে ইমেজ এর মাধ্যমে কোনো কিছু সার্চ করা।যেটি কিনা গুগলের একদম নতুন একটি ফিচার হওয়ার জন্য এইটি সম্পর্কে আমরা অতোটা বেশি জানি না।
আজকের এই পোস্ট এর টাইটেল দেখেই বন্ধুরা হয়তো বুঝে গেছেন যে আজকের পোস্টটি কি নিয়ে।হ্যা! বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা একটি ইমেজ দিয়ে গুগলে কোনো কিছু খুজে বের করতে পারি।অর্থাৎ আমরা সার্চ অপশনে কোনো লিখালিখি না করে শুধু আমাদের হাতে থাকা একটা ছবি দিয়েই কোনো তথ্য খুজে বের করতে পারি।তো বন্ধুরা আর দেড়ি না করে আসুন শুরু করা যাক আজকের এই পোস্টটি।
Image Search এপ এর মাধ্যমে –
এইবার সার্চ অপশনে ক্লিক করলেই আমরা সরাসরি গুগলে ঢুকে যাব এবং আমরা আমাদের এই ইমেজ অনুযায়ী সার্চের ফলাফল পেয়ে যাব।তো বন্ধুরা এভাবেই আমরা এই এপটি ব্যাবহার করে যেকোনো ইমেজের সার্চের রেজাল্ট বের করে ফেলতে পারি অতি সহজেই।
Search By Image এর মাধ্যমে সার্চ করি-
এখানে ইমেজটি সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আমরা এইবার সার্চ অপশনটিতে ক্লিক করব।কিছুক্ষন অপেক্ষা করার পর এইবার আমরা ইমেজ অনুযায়ী আমাদের সার্চের ফলাফল পেয়ে যাব।আমরা ইচ্ছা করলে এই এপটি ব্যাবহার করে ইমেজ ইডিট ও করে নিতে পারি।অর্থাৎ কাট কিংবা রেজুলেশন কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারি আমরা কোনো রকম ঝামেলা ছাড়াই। এইটি গুগলের এপ হওয়ার কারনে আমাদের একেবারে নিরাপদের ফলাফল দিয়ে দেয়।