কিছু দিন আগেই গুগল তাদের একটি নতুন ডিভাইস বাজারে আনলো।সেটি হচ্ছে গুগল পিক্সেল ভার্সনের একটি মোবাইল।এর আগে গুগল এনেছিলো মাইক্রোসফট এর মোবাইল।কিন্তু বাজারে কিন্তু সেটি বেশিদিন বাজার ধরে রাখতে পারে নি।মাইক্রোসফট এর কিছু ফিচারে সমস্যা থাকায় ক্রেতাগন এটি কিনতে অনুৎসাহিত হয়। এবং এই ডিভাইসটি বর্জন করে।গুগলের জন্য জন্য বিশাল পরিমান টাকা লস হয়ে যায়।তারই ধারাবাহিকতায় এইবার গুগল লন্স করে গুগল পিক্সেল।এন্ড্রোয়েড এর সাথে মিল থাকলেও এটি কিন্তু এন্ড্রোয়েড না।বলা যেতে পারে যে মাইক্রোসফট এবং এন্ড্রোয়েড এর মিশ্রনেই তৈরি এই Google pixle। কিন্তু সমস্যা হলো যে আমরা সবাই এন্ড্রয়েড ব্যাবহার করতে করতে অভস্ত্যত হয়ে পরেছি। এখন অন্য কোনো রোম আমরা ব্যাবহার করতে চাই না।হার্ডওয়্যার এর দিক গুলো সবঠিকঠাক থাকার দরুন আমরা গুগল পিক্সেল কিনে নেই।ঝামেলায় পরে যাই এই পিক্সেল চালাতে।আমরা পিক্সেল ডিভাইস থেকে এন্ড্রোয়েড এ যেতে চাই।অর্থাৎ আমাদের পিক্সেল ডিভাইসটিতে এন্ড্রোয়েড করে নিয়ে চাই।কিন্তু নিজেরা সেটি পারি না বলে আর Pixel থেকে Android এ যাওয়া হয়ে উঠে না।
আজকের এই পোস্ট এর টাইটেল দেখেই বন্ধুরা হয়তো বুঝে গেছেন যে আজকের পোস্টটি কি নিয়ে।হ্যা! বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের pixel মোবালটিকে এন্ড্রোয়েড এ রূপান্তর করতে পারব।এতে আমরা আমাদের এই গুগল পিক্সেল এ এন্ড্রোয়েডের মতো করে চালাতে পারব।তো বন্ধুতা আর দেরি না করে চলুন শুরু করে দেই এন্ড্রোয়েড কে পিক্সেল বানানোর কাজ।
এন্ড্রোয়েড সিস্টেম ইমেজ-
ADB ফ্ল্যাশ-
এন্ড্রোয়েড ডেভলপার অপশন-
পিক্সেল কে এন্ড্রোয়েড এ রূপান্তর করি-
২.এইবার আমরা কমান্ড সেকশনে ( adb reboot bootloader) ঢুকে যাব। এইবার এখানে আমরা পর পর নিচের দেওয়া কমান্ড গুলো দিয়ে যাব।এতে করে আস্তে আস্তে আমাদের মোবাইলে এইটি পিক্সেল সরে গিয়ে এন্ড্রোয়েড চালু হওয়া শুরু করবে।
- adb fastboot devices
- adb fastboot oem unlock
কমান্ড দেওয়ার পর আপাতত এখানকার কাজ আমাদের শেষ।
পিক্সেলে এন্ড্রোয়েড ফ্ল্যাশ করি-
১.প্রথমে আমরা যে এন্ড্রোয়েড সিস্টেমটি ডাউনলোড করে নিলাম অইটা এক্সট্রাক্ট করে নিতে হবে। এই ZiP ফাইলটি এক্সট্রাক্ট করা হয়ে গেলে আমরা এর মাঝে আরো কয়েকটি ফাইল পেয়ে যাব।
২.তারপর আমাদের অই Zip ফাইল গুলোর মধ্যে ঢুকে কয়েকটি ফাইল পাব।এগুলোকে সাবধানে পিক্সেল ডিভাইসটিতে সেট-আপ করতে হবে।সময় বেশি লাগলেও আমাদের এই দিকটি খুবই ধৈর্য্য সহকারে খেয়াল রাখতে হবে।