অললাইনে আয় করার হাজারও উপায় রয়েছে। এদের মধ্যে ইউটিউবের মাধ্যমে আয় খুবই জনপ্রিয়। কেননা, কোন প্রকার অর্থ বিনিয়োগ ছাড়ায় ইউটিউব থেকে আয় করা যায়। আপনি কি একটি ইউটিউব চ্যানেল খুলতে চান? এবং ইউটিউব এর মাধ্যমে ক্যারিয়ার গড়তে চান? তাহলে সবার প্রথমে, আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর নাম সিলেক্ট করুন। কারন, একটি সুন্দর ইউটিউব চ্যানেলের নাম আপনার ইউটিউবে সফলতা এনে দিতে অনেকাংশে সাহায্য করবে।
প্রায় প্রত্যেক মানুষই ইউটিউব চ্যানেল খোলার আগে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে, কিভাবে ইউটিউবিং শুরু করবে এবং ইউটিউব চ্যানেলের কি নাম দেওয়া যায়।
আশাকরি আজকের পোস্ট থেকে জানতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করতে হয় এবং ইউটিউব চ্যানেলের নামের আইডিয়া (youtube channel name ideas) এবং ১০০+ ইউটিউব চ্যানেলের নামের তালিকা। আপনি চাইলে সেগুলো থেকে আপনার পছন্দমত একটি নাম বেছে নিতে পারবেন। অথবা এই ১০০+ ইউটিউব চ্যানেলের নামের তালিকা দেখে আপনার ইউটিউব চ্যানেল নেম আইডিয়া নিতে পারবেন যে, আপনার ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন। তবে, সবসময় চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলের নাম যেন ইউনিক হয়। কেননা, আপনি যদি এমন কোন নাম সিলেক্ট করেন যেটি অন্য কেউ আগে থেকেই ব্যবহার করে ফেলেছেন, তাহলে আপনি নানাবিধ সমস্যায পড়তে পারেন। প্রথমত, আপনার ইউটিউব চ্যানেল সহজে র্যাংক করাতে পারবেন না। দ্বিতীয়ত, কপিরাইট সংক্রান্ত ঝামেলায়ও পড়তে পারেন। সুতরাং, আপনার ইউটিউব চ্যানেলের নাম ইউনিক রাখার চেষ্টা করুন।
ইউটিউব চ্যানেলের নাম রাখার জন্য যে বিষয় গুলো জানা জরুরী
একজন ইউটিউবারকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে “ইউটিউব চ্যানেল নেম” । এখন আপনি হয়ত ভাবতে পারেন, সবই বুঝলাম তাহলে চ্যানেলের নাম কি এবং কিভাবে রাখা উচিত। ইউটিউব চ্যানেল নেম সিলেক্ট করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? একটু ধৈর্য ধরে পুরো পোস্টটি পড়ুন, আশাকরি আপনি আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর নাম অবশ্যই একটি ইউনিক ইউটিউব চ্যানেলের নাম খুজে নিতে পারবেন। এখন চলুন জেনে নিই ইউটিউব চ্যানেলের নাম রাখার সময় যে বিষয় গুলো মাথায় রাখা উচিতঃ
- আপনি যে নাম সিলেক্ট করবেন সেটি অবশ্যই ইউনিক হতে হবে। অর্থাৎ, এই ইউটিউব চ্যানেল নেমটি এখনও কেউ ব্যবহার করেনি।
- আপনার ইউটিউব চ্যানেল নেমটি সহজ এবং মনে রাখার মত। সুতরাং, আপনার ইউটিউব চ্যানেলের নামটি সহজ-সরল এবং ছোট নাম রাখার চেষ্টা করুন।
- চ্যানেলের নাম আপনার নিশ, অর্থাৎ ক্যাটাগরির সাথে মিল রাখুন, যাতে আপনার চ্যানেলের নাম শুনেই বোঝা যায় আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির।
- আপনার চ্যানেলের নামের সাথে কোন সংখ্যা, সিম্বল বা স্পেশাল ক্যারেক্টর ব্যাবহার না করাই ভাল।
- ইউটিউব চ্যানেল নেম যত ছোট রাখা যায় ততই ভাল। চেষ্টা করুন আপনার চ্যানেলের নাম ১-৩ শব্দের মধ্যে রাখতে।
কিভাবে ইউটিউব চ্যানেল নেম সিলেক্ট করতে হয় সেটা জানতে পারলেন। এখন চলুন ক্যাটাগরি অনুযায়ী কয়েকটি ইউটিউব চ্যানেলের নামের তালিকা দেখে নিই, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামের আইডিয়া (youtube channel name idea) পেয়ে যাবেন।
১০০+ ইউটিউব চ্যানেলের সুন্দর নাম তালিকা | youtube channel name list.
ইউটিউবে মানুষ আপনাকে চিনবে আপনার চ্যানেলের নামের মাধ্যমে। সুতরাং আপনার চ্যানেলের জন্য েএমন একটি নাম বেছে নিতে যেটি মানুষের পছন্দ হবে এবং সহজে মনে রাখতে পারবে। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের সুন্দর নাম টি যেন চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল থাকে। এমন হল যে, চ্যানেলের নাম সুন্দর কিন্তু ক্যাটাগরির সাথে মিলে না, তাহলে সে সুন্দর ইউটিউব চ্যানেলে নামের কোন সৌন্দর্যই থাকল না, মূল্যহীন।
আমি নিচে ক্যাটাগরি অনুযায়ী কতগুলি ইউটিউব চ্যানেলের নামের তালিকা তৈরী করেছি। এর মধ্যে থেকে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী একটি নাম বেছে নিতে পারবেন বা আপনার চ্যানেলের নামের আইডিয়া পেয়ে যাবেন। মানে আপনার ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন সেটা সম্পর্কে কিছু ধারনা পেয়ে যাবেন।
ইউটিউব চ্যানেলের সুন্দর নাম | ইসলামিক ইউটিউব চ্যানেলের সুন্দর নাম।
অনেক লোক আছেন যারা ইসলামিক শরীয়ত মোবাবেক জীবন যাপন করেন এবং ইসলাম বিষয়ক তথ্য ও জ্ঞান মানুষের মাঝে বিলিয়ে দিতে চান। পাশাপশি ইউটিউব এর মাধ্যমে অর্থ উপার্জনও করতে চান। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, এবং ইসলামিক ইউটিউব চ্যানেল নেম আউডিয়া পেতে চান তাহলে, নিচের দেওয়া ইসলামিক ইউটিউব চ্যানেলের নামের তালিকা থেকে islamic youtube channel name idea নিতে পারেন। ইসলামিক সুন্দর ইউটিউব চ্যানেল নেম লিস্টঃ
- Alor poth (আলোর পথ)
- Beauty of Islam
- Dawah
- Diner Bani ( দ্বীনের বাণী)
- Islam & Science ( ইসলাম ও বিজ্ঞান)
- Islamic Life
- Islamic Story ( ইসলামিক কাহিনি)
- আল-ইকরা
- ইহকাল ও পরকাল
- এসো নামাহ পড়ি
- নবীদের কাহিনি
- মোজেজা
- রসুলল্লাহ’র বাণী
- সুন্নাতি জীবন
ইউটিউব চ্যানেলের সুন্দর নাম | শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের সুন্দর নাম।
আপনি কি ইউটিউবে একটি শিক্ষামূলক চ্যানেল খুলতে চান। এবং ইউটিউবের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে চান? তাহলে আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবীতে সবচেয়ে সম্মানিত পেশা হল শিক্ষাকতা। আপনি আপনার চ্যানেলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে পারবেন পাশাপাশি ইউটিউব থেকে কিছু অর্থও উপার্জন করতে পারবেন। কয়েকটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের সুন্দর নামের তালিকাঃ
- (Subject name) Academy
- (Subject Name) Study
- (নিজের সংখিপ্ত নাম) Academy
- (নিজের সংখিপ্ত নাম) Study
- Al-Iqra Academy
- Exam Finisher
- Let’s Learn
- Maths masti
- Online School
- RI Study
- গনিতের পাঠশালা
- পাঠশালা
ইউটিউব চ্যানেলের সুন্দর নাম | রান্নার ইউটিউব চ্যানেলের সুন্দর নাম।
আপনি কি ভাল রান্না করতে পারেন? ইউটিউবের মাধ্যমে আপনার রেসিপি শেয়ার করে কিছু অর্থ উপার্জন করতে করতে পারবেন। কিন্তু আপনার রান্নার ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন সেটা আইডিয়া করতে পারবেন না। আশাকরি নিচের রান্নার ইউটিউব চ্যানেল নামের তালিকা আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করতে অনেক সাহায্য করবে।
- (নিজের নাম) Cooking
- Bengali Dishes
- Bengali Recipe
- Cooking Corner
- Cooking King
- Cooking Time
- Menu Master’s
- Mom’s Kitchen
- আজকের মেনু
- আজকের রান্না
- আজকের রান্নাঘর
- বাঙালীর রান্নাঘর
- রান্নাঘর
ইউটিউব চ্যানেলের সুন্দর নাম | গেমিং ইউটিউব চ্যানেলের সুন্দর নাম।
বর্তমানে গেমিং ইউটিউব চ্যানেল খুলে গেমার ইউটিউব এর মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন। আপনিও যদি একজন ভাল গেমার হয়ে থাকেন তাহলে ইউটিউবে একটি গেমিং চ্যানেল খুলতে চান এবং বুঝতে পারছেন না ইউটিউব গেমিং চ্যানেলের নাম কি দিবেন। তাহলে আপনি নিচের দেওয়া গেমিং ইউটিউব চ্যানেলের নাম গুলোর তালিকা থেকে আপনার ইউটিউব চ্যানেলের নামের আইডিয়া নিতে পারেন। কয়েকটি সুন্দর গেমিং ইউটিউব চ্যানেলের নামের তালিকাঃ
- Bangla gaming Channel
- Dolphin Gaming
- we the gamer
- Dynamo Gaming
- Enter Zone
- King Cobra gaming
- King of PubG
- Total Gaming
- Umi Gaming
- UmiStar Gaming
- রাতের প্রহরী
ইউটিউব চ্যানেলের সুন্দর নাম | টেকনোলজি ইউটিউব চ্যানেলের সুন্দর নাম।
ইউটিউবে টেকনোলজি চ্যানেল এর সংখ্যা তুলনামূলক বেশি। আপনি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য, টিপস ও ট্রিকস শেয়ার করার জন্য একটি চ্যানেল খুলতে চান, তাহলে নিচের তালিকা থেকে আপনার ইউটিউব চ্যানেলের নামের আইডিয়া নিতে পারেন। টেকনোলজি ইউটিউব চ্যানেল নামের তলিকাঃ
- Bangla Tech
- Tech Bangla
- Tech family
- Tech garage
- Tech hangout
- Tech park
- TechBD
- টেক (নিজের নাম)
- টেক চ্যানেল
- টেক বাজার
- টেক শহর
- টেক সিটি
ইউটিউব চ্যানেলের সুন্দর নাম | ভ্রমন ইউটিউব চ্যানেলের সুন্দর নাম।
আপনি যদি অনেক ভ্রমন প্রিয় মানুষ হয়ে থাকেন এবং প্রায়ই নতুন নতুন জায়গা ঘুরতে যান, তাহলে আপনি আপনার ভ্রমনের ভিডিও ইউটিউবে শেয়ার করে মানুষের বিভিন্ন জায়গা ভ্রমন সম্পর্কে নানা তথ্য শেয়ার করতে পারেন এবং ইউটিউব থেকে অর্থ উপার্জনও করতে পারেন। ভ্রমন সংক্রান্ত ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করার জন্য নিচের চ্যানেল নেম তালিকা থেকে আইডিয়া নিতে পারেন। ভ্রমন ইউটিউব চ্যানেল নেম লিস্টঃ
- Fearless Traveller
- Local Adventurer
- Offbeat Travel
- Poor Traveller
- Simple Travel
- Solo Traveller
- What a Trip
- খোলা আকাশের নীচে
- নীল আকাশের পানে
- বাংলার মাঝে
- মরুভূমির পথে
- রুপসী বাংলা
- রোমাঞ্চকর অভিজ্ঞতা
পরিশেষে,
একটি সুন্দর ইউটিউব চ্যানেলের নাম আপনাকে ইউটিউবে সফলতা অর্জনে অনেকাংশে সাহায্য করে। তাই ইউটিউব চ্যানেলের নাম নির্ধারণে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। মানুষ কোন ইউটিউবাকে মনে রাখে না, মনে রাখে ইউটিউব চ্যানেলের নাম। অর্থাৎ মানুষের কাছে আপনাকে পরিচিত করবে আপনার ইউটিউব চ্যানেল নেম। আপনার পরিচিতি, সাফল্য এবং অর্থ উপার্জন সবকিছুই আপনার ইউটিউব চ্যানেলের নাম-এর উপর অনেকাংশে নির্ভর করে। সুতরাং, চ্যানেল খোলার পূর্বে আপনার ইউটিউব চ্যানেলের নাম নির্ধারণে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
YouTube এ ব্যাক্তির চেয়ে চ্যানেলের নামেই বেশি জনপ্রিয়তা লাভ করে। আপনি যখন আপনার Google অ্যাকাউন্টের থেকে আলাদা একটি চ্যানেল তৈরি করেন তখন আপনি YouTube এর জন্য একটি চ্যানেলের নামগুলো একটি অন্যতম বিষয় যা ২০০+ ইউটিউব চ্যানেলের সুন্দর নাম সম্পর্কে জানতে পেরেছি । এগুলো কয়েকটি আমার মনে হয়েছে এবং প্রোফাইল ছবি নির্বাচন করতে পারেন৷ আপনার YouTube চ্যানেলের নাম এবং প্রোফাইল ছবি YouTube এ আপনার পরিচয় বাহক।