আমাদের দৈনন্দিন জীবনে what’s app একটি খুবই গুরুত্বপূর্ণ এপ। আমরা প্রতিদিন ই এইটি ব্যাবহার করে থাকি যোগাযোগ মাধ্যম হিসেবে। অডিওর পাশাপাশি আমরা এটিতে ভিডিও ও পেয়ে থাকি।কিন্তু এই এপটিতে একটি ফিচার বা অপশন নেই, সেটি হলো কল রেকর্ড করা।আমরা আমাদের বন্ধুদের সাথে কথা বলার সময় মজার সময় গুলো রেকর্ড করে রাখতে চাই।কিন্তু what’s app এ record অপশন টি নেই।
আমি আজ আপনাদের কয়েকটি এপ নিয়ে আলোচনা করব যেগুলো দিয়ে খুব সহজেই আপনি আপনার Android এবং Iphone এ what’s app কল রেকর্ড করতে পারবেন যে কোনো প্রয়োজনীয় মুহুর্তে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে এপ সম্পর্কে বলব সেগুলো আপনারা ফ্রিতেই ইনস্টল করতে পারবেন।অনেক কথা বলে ফেলেছি।আসুন বন্ধুরা এবার শুরু করি আসল কথা।
Iphone এবং Android এ what’s app কল রেকর্ড
- Record WhatsApp Calls on Android (New Method)
- Record WhatsApp Calls on Android (Old Method)
- WhatsApp Calls on iPhone
What’s app কল রেকর্ড নতুন পদ্ধতিতে
১.আমরা একটি স্ক্রীন রেকর্ডার এপস ব্যাবহার করতে পারি আমাদের এন্ড্রোয়েড মোবাইলের জন্য। আপনার মোবাইলে যদি আগে থেকে এপ টি না থেকে থাকে তবে আপনি Screen Recorder এপ টি ব্যাবহার করতে পারেন যেটি কিনা একেবারে এডস মুক্ত।
২.প্রথমে আমরা সিটিংস এ গিয়ে শিওর হয়ে নিব যে আমাদের অডিও রেকর্ডিং অপশন টি চালু করা আছে।আপনি যদি Android 10 ইউজার হয়ে থাকেন তবে “internal audio” অপশনটি বেছে নিন। এইটি আমাদের কল লাউডস্পিকার না থাকা সত্ত্বেও হোয়াটস এপ এ কল রেকর্ড করতে সহায়তা করবে।
৩.আপনি যদি android 10 ইউজার না হয়ে থাকেন তবে আপনি “microphone” অপশনটি বেছে নিন। এখন আপনি কথা বলার সময় লাউডস্পিকারে কথা বলবেন what’s app এ। কেননা এন্ড্রোয়েড টেন ইউথ আউট লাউডস্পিকার অডিও রেকর্ডিং করতে পারে না।
What’s app কল রেকর্ড পুরাতন পদ্ধতিতে
১.প্রথমেই Cube Call Recorder এপটি ইনস্টল করে নিন আপনার মোবাইলে। এপ এ ঢুকলে কিছু পারমিশন চাইবে যেগুলো আপনি এলাউ করে দিন।
২.এইবার what’s app এ প্রবেশ করে একটি কলে যান। এইবার আপনি একটি widget দেখতে পাবেন আপনার স্ক্রীনে, এখানে ক্লিক করে what’s app এর কল রেকর্ড শুরু করে দিতে পারেন।
what’s app কল রেকর্ড করুন আপনার Iphone এ
ব্যাস কাজ শেষ। এইবার আপনি আপনার iphone এও আপনার হোয়াটস এপ কল টি রেকর্ড করতে পারবেন।আমি এখানে যে পদ্ধতি গুলো দেখালাম আশা করি আপনারা খুব সহজেই আপনার হোয়াটস এপ কল টি রেকর্ড করতে পারবেন।