আমরা দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে উঠছি।এইতো কিছু বছর আগেও ৯০ শতকের দিকে আমরা অতোটা প্রযুক্তি নির্ভর ছিলাম না।কিন্তু দিন দিন আমাদের বিনোদন থেকে শুরু করে ব্যাবসা বানিজ্য, যোগাযোগ সব ক্ষেত্রেই আমরা এই প্রযুক্তি ব্যাবহার করে থাকি।আর এই প্রযুক্তি নিয়ন্ত্রণের কারিগর হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট এর উপর ভিত্তি করেই সব কিছু গড়ে উঠেছে আস্তে আস্তে।আবার এই ইন্টারনেট বিশ্বে চলাচলের রাস্তা হচ্ছে ওয়েবসাইট। অর্থাৎ আমরা ইন্টারনেট মুলত ব্যাবহার করে থাকি এই ওয়েবসাইট ব্যাবহার করে। গুগল,ফেসবুক এর মতো আরোও বড় বড় ওয়েবসাইট ই হচ্ছে আমাদের ইন্টারনেট এর মুল ভিত্তি।আমরাও অনেকে বিভিন্ন ব্লগ ওয়েবসাইট এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট ডেভলপ করে থাকি যেগুলোতে কিনা দরকার খুবই প্রাইভেসি।
অর্থাৎ গুগল, ফেসবুক এর মতো ওয়েবসাইট গুলোর ও রয়েছে নিজস্ব Privacy। যেগুলো কিনা ওয়েবসাইট গুলো হ্যাক হওয়া থেকে বাচায়।বিভিন্ন হ্যাকারের হাত থেকে রক্ষা করে থাকে এই Website_Privacy। বড় বড় প্রগ্রামার রা বসে আছেন এই বড় বড় ওয়েবসাইট গুলোর প্রাইভেসি নিশ্চিত করতে।কিন্তু অন্য দিকে আমাদের ওয়েবসাইট সাইট গুলোর Privacy কে দিবে? আমাদের তো বন্ধুরা কোনো প্রাইভেসি ট্রেকার নেই যে আমাদের ওয়েবসাইট গুলোকে সুরক্ষা দিয়ে যাবে।আমাদের ওয়েবসাইট গুলোর প্রাইভেসি আমাদের নিজেদের ই ঠিক করে নিতে হবে যাতে করে কোনো তথ্য বা ডাটা চুরি হয়ে না যায় আমাদের ওয়েবসাইট থেকে।
আরও পড়ুনঃ
আজকের এই পোস্ট এর টাইটেল দেখেই বন্ধুরা হয়তো বুঝে গেছেন যে আজকের পোস্টটি কি নিয়ে।হ্যা! বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের ডেভলপ করা Website (ওয়েবসাইট) অর্থাৎ Blogger এবং WordPress এ করা আমাদের ওয়েবসাইট গুলোর প্রাইভেসি privacy কিভাবে নিশ্চিত করতে পারি।কিছু সংখ্যক সহজ পদ্ধতি অনুসরণ করেই আমরা আমাদের ওয়েবসাইটির প্রাইভেসি নিশ্চিত করতে পারব।তো বন্ধুরা আর দেড়ি না করে চলুন শুরু করা যাক আজকের পোস্টটি।
একটি প্রাইভেসি পলিসি পেইজ তৈরি করবেন যেভাবে
৩.এইবার আমাদের ওয়েবসাইট এ যদি কুকিজ এড করা থাকে তবে আমরা এখানে Yes বাটন ক্লিক করে ভিতরে ঢুকে যাব নিশ্চিন্তে।
ব্লগ সাইটে প্রাইভেসি এড করবেন যেভাবে
ব্যাস!কাজ এখানেই শেষ। বন্ধুরা আমাদের সাইটে বানানো প্রাইভেসি পলিসি পেইজ টি এখান থেকে পাবলিশ হয়ে গিয়েছে।আর পাবলিশ হয়ে গিয়েছে মানে হচ্ছে আমাদের পেইজটি একেবারে তৈরি হয়ে গিয়েছে প্রাইভেসি সহকারে।