জিপি সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের জন্য উন্নত মানের সেবা প্রদান করার জন্য। বাংলাদেশের অন্যতম প্রধান একটি অপারেটর হচ্ছে জিপি। বাংলাদেশের অত্যন্ত দুর্গম যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় অন্যান্য বেশিরভাগ অপারেটরের নেটওয়ার্ক খুবই দুর্বল কিন্তু গ্রামীনফোনের 4G নেটওয়ার্ক প্রায় সব জায়গায় পাওয়া যায়। গ্রামীণফোন তাৱ গ্রাহকদের জন্য নানা সময়ে ভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তাই দিন দিন জিপি সিমের জনপ্রিয়তা বেড়েই চলছে। আজকে আমি আপনাদের জানাব গ্রামীণফোন মিনিট অফার সম্পর্কে। আপনি যদি জিপি মিনিট অফার সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে পারেন। অন্যান্য অপারেটরদের তুলনা জিপি এর অফার গুলো সাশ্রয়ী এবং তুলনামূলক অনেক দীর্ঘমেয়াদি।
জিপি মিনিট অফার 2022
আত্মীয় স্বজনদের সাথে বা আমাদের প্রিয়জনদের সাথে দীর্ঘ সময় মোবাইলে কথা বলার জন্য আমরা অনেক সময় মিনিট কিনে থাকি। কারণ মিনিট কিনলে আমাদের খরচ টা কম হয়। গ্রামীণফোন তার গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন মেয়াদের ও বিভিন্ন টাকার মিনিট অফার চালু করেছে। এখন আপনি চাইলে গ্রামীনফোনে 5 মিনিট থেকে 1 হাজার মিনিট পর্যন্ত কিনে নিতে পারবেন এবং কথা বলতে পারবেন নিজের মন মত। গ্রামীণফোনের সর্বনিম্ন পাঁচ মিনিট কিনলে আপনাকে 4 ঘণ্টা সময় দেওয়া হবে আর 1000 মিনিট কিনলে আপনি সর্বোচ্চ একমাস সময় পাবেন।
গ্রাহকরা যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী মিনিট কিনে কথা বলতে পারে সেই দিক লক্ষ্য রেখেই জিপি বিভিন্ন মিনিট অফার চালু করেছে। এসব মিনিট প্যাক কেনার কোড আবার কোন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যারা গ্রামীনফোন ইউসার কিন্তু মিনিট কিভাবে কিনতে হয় সে সম্পর্কে অবগত নয় আজকের এই আর্টিকেলটি মূলত তাদের জন্যই। চলুন তাহলে নিচে বিস্তারিত আলোচনা করে দেখে নেওয়া যাক জিপি মিনিট অফার গুলো কি কি।
গ্রামীণ মিনিট কেনার কোড
আজকাল আমরা চাইলেই ইউএসডি কোড ডাউনলোড করার মাধ্যমে গ্রামীনফোনের মিনিট অফার প্যাকেজ কিনে নিতে পারবে। জিপি 5 মিনিট কেনার কোড হল *1000*1#।
নিচে গ্রামীণফোনেৱ বিভিন্ন মিনিট কেনার কোড মূল্য এবং মেয়াদ একটি টেবিল আকারে দেয়া হল।
GP মিনিট প্যাকেজ কেনার কোড
Gp minute package 2022 শর্তাবলীঃ
- মিনিটের মেয়াদ যে কদিন দেওয়া থাকবে সেই কয়েকদিনের মধ্যেই আপনাকে মিনিট শেষ করতে হবে অন্যথা সময় শেষ হয়ে গেলে আপনি আর এই মিনিট কাজে লাগাতে পারবেন না।
- তবে আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগেই আবার এই প্যাকটি অ্যাক্টিভেট করে ফেলেন তাহলে আপনার জেমিনিড গুলো বাকি আছে সেগুলো নতুন মিনিটে সাথে সংযুক্ত হয়ে যাবে ফলে আপনি তা আবার ব্যবহার করতে পারবেন
- *১২১*১*২# ডায়াল করে আপনি চাইলে অবশিষ্ট কত মিনিট বাকি রয়েছে তা দেখে নিতে পারবেন।
- জিপি এর মিনিট গুরু আপনি চাইলে যেকোন লোকাল অপারেটরে ব্যবহার করতে পারবেন।
- জিপি এর মোবাইল অফ মিনিট অফার গুলো দিয়ে আপনি শুধু দেশের দেশের ভিতরে লোকাল অপারেটরগুলোর মধ্যে কথা আদান-প্রদান করতে পারবেন কিন্তু দেশের বাহিরে কোন নাম্বারে ফোন দিয়েই মিনিট কাজে লাগাতে পারবেন না।
- মিনিট কেনার সময় মিনিটের মূল্যের সাথে নির্দিষ্ট হারে শুল্ক ভ্যাট ও চার্জ কেটে নিবে।
- স্কিটো গ্রাহকরা চাইলেই জিপি অফার গুলো ব্যবহার করতে পারবে না
- যারা বিভিন্ন কার্ড অথবা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে অফার গুলো কিনতে চান তাদের ক্ষেত্রে প্রিপেড কাস্টমার দের জন্য লিমিট হচ্ছে 10 টাকা থেকে 1 হাজার টাকা পর্যন্ত আর যারা পোষ্টপেইড কাস্টমার তাদের জন্য লিমিট হচ্ছে 10 টাকা থেকে 5 হাজার টাকা পর্যন্ত
- ইন্টারনেট প্যাক কেনার জন্য যদি বিকাশ অথবা কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে আপনার আগের নেওয়া কোন অবকাশ ইমারজেন্সি ব্যালেন্স থাকলে তা পরিশোধ করুন অন্যথায় আপনার অফারটি এক্টিভেট হবে না।