জিপি মিনিট অফার 2024

জিপি সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের জন্য উন্নত মানের সেবা প্রদান করার জন্য। বাংলাদেশের অন্যতম প্রধান একটি অপারেটর হচ্ছে জিপি। বাংলাদেশের অত্যন্ত দুর্গম যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় অন্যান্য বেশিরভাগ অপারেটরের নেটওয়ার্ক খুবই দুর্বল কিন্তু গ্রামীনফোনের 4G নেটওয়ার্ক প্রায় সব জায়গায় পাওয়া যায়। গ্রামীণফোন তাৱ গ্রাহকদের জন্য নানা সময়ে ভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তাই দিন দিন জিপি সিমের জনপ্রিয়তা বেড়েই চলছে। আজকে আমি আপনাদের জানাব গ্রামীণফোন মিনিট অফার সম্পর্কে। আপনি যদি জিপি মিনিট অফার সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে পারেন। অন্যান্য অপারেটরদের তুলনা জিপি এর অফার গুলো সাশ্রয়ী এবং তুলনামূলক অনেক দীর্ঘমেয়াদিজিপি মিনিট অফার, জিপি মিনিট অফার ২০২০, গ্রামীন মিনিট কেনার কোড, gp মিনিট অফার, গ্রামীনফোন মিনিট অফার, গ্রামীনফোন মিনিট প্যাকেজ, মিনিট অফার জিপি, জিপি টু জিপি মিনিট অফার, জিপি মিনিট প্যাক, জিপি মিনিট অফার 30 দিন, জিপি মিনিট অফার 2022, জিপি 200 মিনিট অফার 30 দিন, গ্রামীন মিনিট অফার কোড, Gp কত টাকায় কত মিনিট, জিপি ১৪ টাকায় ৪০ মিনিট, ২৪ টাকায় ৪০ মিনিট, ৭৫ টাকায় ৩০০ মিনিট, ৩ টাকায় ৫ মিনিট জিপি, জিপি ১০০০ মিনিট অফার, জিপি ৫০০ মিনিট, জিপি মিনিট কেনার কোড, জিপি ১০০ মিনিট কেনার কোড, ৫৯ টাকায় ১০০ মিনিট জিপি, কম টাকায় বেশি মিনিট জিপি, জিপি ৬ মিনিট কেনার কোড, ৯৯ টাকায় ৩০০ মিনিট, ১০ টাকায় ৪০ মিনিট, ৬৪ টাকায় ১০০ মিনিট, ১১৭ টাকায় ২০০ মিনিট

 

 

জিপি মিনিট অফার 2022

আত্মীয় স্বজনদের সাথে বা আমাদের প্রিয়জনদের সাথে  দীর্ঘ সময় মোবাইলে কথা বলার জন্য আমরা অনেক সময় মিনিট কিনে থাকি। কারণ মিনিট কিনলে আমাদের খরচ টা কম হয়। গ্রামীণফোন তার গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন মেয়াদের ও বিভিন্ন টাকার মিনিট অফার চালু করেছে। এখন আপনি চাইলে গ্রামীনফোনে 5 মিনিট থেকে 1 হাজার মিনিট পর্যন্ত কিনে নিতে পারবেন এবং কথা বলতে পারবেন নিজের মন মত। গ্রামীণফোনের সর্বনিম্ন পাঁচ মিনিট কিনলে আপনাকে 4 ঘণ্টা সময় দেওয়া হবে আর 1000 মিনিট কিনলে আপনি সর্বোচ্চ একমাস সময় পাবেন।

গ্রাহকরা যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী মিনিট কিনে কথা বলতে পারে সেই দিক লক্ষ্য রেখেই জিপি বিভিন্ন মিনিট অফার চালু করেছে। এসব মিনিট প্যাক কেনার কোড আবার কোন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যারা গ্রামীনফোন ইউসার কিন্তু মিনিট কিভাবে কিনতে হয় সে সম্পর্কে অবগত নয় আজকের এই আর্টিকেলটি মূলত তাদের জন্যই। চলুন তাহলে  নিচে বিস্তারিত আলোচনা করে দেখে নেওয়া যাক জিপি মিনিট অফার গুলো কি কি।

গ্রামীণ মিনিট কেনার কোড

আজকাল আমরা চাইলেই ইউএসডি কোড ডাউনলোড করার মাধ্যমে গ্রামীনফোনের মিনিট অফার প্যাকেজ কিনে নিতে পারবে। জিপি 5 মিনিট কেনার কোড হল *1000*1#।

 নিচে গ্রামীণফোনেৱ বিভিন্ন মিনিট কেনার  কোড মূল্য এবং মেয়াদ একটি টেবিল আকারে দেয়া হল।

গ্রামীণ মিনিট অফার ও মিনিট কেনার কোড
মিনিট মূল্য মেয়াদ এক্টিভেশন কোড
10 মিনিট 6 টাকা 6 ঘন্টা *121*4024#
25 মিনিট 16 টাকা 24 ঘন্টা *121*4207#
37 মিনিট 24 টাকা 24 ঘন্টা *121*4002#
70 মিনিট 44 টাকা 4 দিন *121*4003#
90 মিনিট 59 টাকা 7 দিন *121*4205#
64 মিনিট 100 টাকা 7 দিন *121*4206#
160 মিনিট 99 টাকা 7 দিন *121*4006#
117 মিনিট 117 টাকা 7 দিন *121*400#

 

GP মিনিট প্যাকেজ কেনার কোড

গ্রামীণফোন তার গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে 2022 সালে আকর্ষণীয় সব মিনিট অফার চালু করেছে। অনেক সময় আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে যেমন চাকরি ব্যবসা কিংবা শিক্ষার জন্য অনেক বেশি কথা বলা লাগে এবং কোন কোন সময় দেখা যায় যে অল্প কথা হলেও নিয়মিত বলতে হয় আবার কোন কোন সময় দেখা যায় যে নির্দিষ্ট কোন দিনগুলোতে আমাদের নিয়মিত কথা বলা লাগে আর তাই সবকিছু বিবেচনা মাথায় রেখেই গ্রামীণফোন একেকজনের একেকরকম মিনিট প্রয়োজন হয় বলে বিভিন্ন ধরনের প্যাকেজের ব্যবস্থা করেছে। এখন চাইলেই যে যা সুবিধামতো এইসব প্যাকেজগুলো কিনে কাজে লাগাতে পারবে এতে করে তাদের খরচ কম পড়বে।
গ্রামীণফোনের এইসব আকর্ষণীয় অফার গুলো আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করার মাধ্যমে আপনার ফোনে এক্টিভেট করে নিতে পারবেন অথবা চাইলে নিচের দেয়া কোড গুলো ডায়াল করার মাধ্যমে আপনি সহজেই এই অফার গুলো আপনার ফোনে এক্টিভেট করে নিতে পারবেন।  গ্রামীণফোন তাৱ গ্রাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে মিনিট প্যাকেজ সুবিধা দিয়ে থাকে। এসব প্যাকেজের দেখা যায় মিনিট কেনার সাথে সাথে আপনি কিছু এসএমএস এবং ডাটা ও ফ্রি পাবেন। নিচের দেওয়া কোড গুলো আপনার ফোনের ডায়াল করার মাধ্যমে আপনি চাইলে সরাসরি এই প্যাকেজ গুলো আপনার ফোনে এক্টিভেট করে নিতে পারবেন।
 চলুন তাহলে জেনে নেওয়া যাক এই প্যাকেজ গুলোর দাম মেয়াদ এবং কোড কি। জিপি কম খরচে বেশি কথা বলার জন্য সবসময় বিভিন্ন অফার দিয়ে থাকে। আর তাইতো এই অপারেটরটি মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। নিচে মিনিট অফার নেওয়ার পদ্ধতি গুলো দেওয়া হল:
GP মিনিট প্যাকেজ কেনার কোড
মূল্য মিনিট মেয়াদ এক্টিভেশন কোড
24 টাকা 21 Min+11 MMS 16 ঘন্টা *121*4001#
44 টাকা 25 Min+3 MMS 24 ঘন্টা *121*4207#
16 টাকা 37 Min+11 MMS 24 ঘন্টা *121*4002#
14 টাকা 67 Min+11 MMS 4 দিন *121*4003#
53 টাকা 77 Min+50 SMS+11 MMS 7 দিন *121*4205#
59 টাকা 90 Min+11 MMS 7 দিন *121*4205#
64 টাকা 100 Min+3 MMS 7 দিন *121*4206#
78 টাকা 120 Min+11 MMS 7 দিন *121*4026#
99 টাকা 160 Min+11 MMS 7 দিন *121*4006#
117 টাকা 190 Min+11 MMS 10 দিন *121*4007#
199 টাকা 310 Min+11 MMS 30 দিন *121*4018#
233 টাকা 350 Min+11 MMS 15 দিন *121*4008#
298 টাকা 480 Min+11 MMS 30 দিন *121*5074#
307 টাকা 500 Min+3 MMS 30 দিন *121*4208#
494 টাকা 600 Min+2 GB Net 30 দিন *121*3447#
604 টাকা 1000 Minute 30 দিন *121*4208#
997 টাকা 1200 Min+6 GB Net 30 দিন *121*3449#

 

Gp minute package 2022 শর্তাবলীঃ

জিপি মিনিট প্যাকেজ কিনতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্তাবলী পূরণ করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক জিপি মিনিট অফার প্যাকেজ এর শর্তাবলী গুলো কি কি।
  •  মিনিটের মেয়াদ যে কদিন দেওয়া থাকবে সেই কয়েকদিনের মধ্যেই আপনাকে মিনিট শেষ করতে হবে অন্যথা সময় শেষ হয়ে গেলে আপনি আর এই মিনিট কাজে লাগাতে পারবেন না।
  •  তবে আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগেই আবার এই প্যাকটি অ্যাক্টিভেট করে ফেলেন তাহলে আপনার জেমিনিড গুলো বাকি আছে সেগুলো নতুন মিনিটে সাথে সংযুক্ত হয়ে যাবে ফলে আপনি তা আবার ব্যবহার করতে পারবেন
  • *১২১*১*২# ডায়াল করে আপনি চাইলে অবশিষ্ট কত মিনিট বাকি রয়েছে তা দেখে নিতে পারবেন।
  •  জিপি এর মিনিট গুরু আপনি চাইলে যেকোন লোকাল অপারেটরে ব্যবহার করতে পারবেন।
  •  জিপি এর মোবাইল অফ মিনিট অফার গুলো দিয়ে আপনি শুধু দেশের  দেশের ভিতরে লোকাল অপারেটরগুলোর মধ্যে কথা আদান-প্রদান করতে পারবেন কিন্তু দেশের বাহিরে কোন নাম্বারে ফোন দিয়েই মিনিট কাজে লাগাতে পারবেন না।
  •  মিনিট কেনার সময় মিনিটের মূল্যের সাথে নির্দিষ্ট হারে শুল্ক ভ্যাট ও চার্জ কেটে নিবে।
  •  স্কিটো গ্রাহকরা চাইলেই জিপি অফার গুলো ব্যবহার করতে পারবে না
  •  যারা বিভিন্ন কার্ড অথবা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে অফার গুলো কিনতে চান তাদের ক্ষেত্রে প্রিপেড কাস্টমার দের জন্য লিমিট হচ্ছে 10 টাকা থেকে 1 হাজার টাকা পর্যন্ত আর যারা পোষ্টপেইড  কাস্টমার তাদের জন্য  লিমিট হচ্ছে 10 টাকা থেকে 5 হাজার টাকা পর্যন্ত
  •  ইন্টারনেট প্যাক কেনার জন্য যদি বিকাশ অথবা কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে আপনার আগের নেওয়া কোন অবকাশ ইমারজেন্সি ব্যালেন্স থাকলে তা পরিশোধ করুন অন্যথায় আপনার অফারটি এক্টিভেট হবে না।

পরিশেষ,

আশা করছি উপরোক্ত আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা জিপি মিনিট অফার সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছেন। গ্রামীণফোন মিনিট অফার প্যাকেজ দিয়ে যদি আপনাদের আরো কোন কিছু জানার থাকে তাহলে এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দেন আমার কথা তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই আর্টিকেল এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার আপনাদের সাথে নতুন কোন আর্টিকেল নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top