ছাত্রদের প্রধান কাজ লেখা পড়া করা। কিন্তু কেমন হবে যদি অবসর সময়ে পড়ালেখার পাশাপাশি অনলাইন থেকে টাকা আয় করা যায়? হ্যাঁ, ছাত্রজীবন থেকেই আপনি অনলাইনে আয় কারতে পারবেন এবং ক্যারিয়ার গড়তে পারবেন। পাশাপাশি অনেক প্রফিশোনাল স্কীল অর্জন করতে পারবেন যা আপনার ছাত্রজীবন শেষে কর্ম জীবনে অনেক সাহায্যও করবে এবং আপনি প্রফিশোনালী অন্যদের থেকে অনেকখানি এগিয়েও থাকবেন। এবং পড়াশোনার পাশাপাশি অনলাইনে আয় করে পকেট খরচও জোগাড় করতে পারবেন।
ফ্রিল্যাসিং বা অনলাইনে আয় বর্তমানে অনেক জনিপ্রয় এবং স্কুল-কলেজ বা মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও ফ্রিল্যাসিং করে অনলাইন থেকে আয় করছেন। আপনি জানেন কিনা জানি না, বর্তমানে ৩৬% এরও বেশি মানুষ অনলাইনে আয় করে। আর ঘরে বসে অনলাইনে আয় করতে, না লাগে কোন কোন একাডেমিক সাটিফিকেট, না কোন অভিজ্ঞতা, শুধু আপনার যদি ভাল স্কীল থাকে তাহলে আপনি খুব সহজেই ছাত্র অবস্থায় অনলাইন থেকে মাসে ১০,০০০ টাকা থেকে ১০০,০০০ টাকা আয় করতে পারবেন। তবে অভিজ্ঞতার বাড়ার সাথে সাথে আয়ের পরিমাণটাও বাড়ে।
অবসর সময়ে বিভিন্ন কাজ করে পড়শোনার পাশাপাশি ছাত্ররা অনলাইন থেকে ইনকাম করতে পারে । ফ্রিল্যাসিং মার্কেটপ্লেস গুলোতে এমন অনেক কাজ আছে যা তুলনামূলক অনেক সহজ এবং কম সময়ে করা যায়। এই কাজ গুলো করে ছাত্ররা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে। এছাড়াও আরও অনেক উপায় আছে ছাত্রজীবনে আনলাইন থেকে টাকা আয় করার। আজকের এই পোস্টে আমি ছাত্রদের জন্য অনলাইনে আয় করার সেরা ১০ টি উপায় নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আপনি পড়াশোনার পাশাপাশি অনলাইনে আয় করতে পারবেন।
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার উপায় জানার আগে চলুন এটা জেনে নেই যে, ছাত্র অবস্থায় অনলাইনে ইনকাম করতে কি কি লাগে?
ছাত্রদের জন্য অনলাইনে আয় করতে কি কি লাগে
- প্রথমত, একটি ডেস্কটপ বা ল্যাপটপ। তবে, আপনি মোবাইল দিয়েও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অনলাইনে এমন অনেক কাজ আছে যা মোবাইল দিয়ে করা যায় এবং অনলাইন থেকে টাকা আয় করা যায়।
- ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে।
- কম্পিউটার এবং ইন্টারনেট এর ব্যাসিক নলেলজ ।
অনলাইনে টাকা আয় করতে কি কি লাগে সেটা জানলাম এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে ছাত্র অবস্থায় অনলাইন থেকে টাকা আয় করা যায়।
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার ১০ টি উপায়
ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি অনলাইনে ইনকাম মানে ভিডিও দেখে, অ্যাপ ইন্সস্টল করে আয় করার ইচ্ছা থাকলে, আমি বলব ভাই, এ সব চিন্তা বাদ দিয়ে কোন কাজ করার কথা ভাবুন, কাজ ছাড়া আপনাকে কেউ ফ্রিতে টাকা দিবে না। অনলাইন এর মাধ্যমে ইনকাম মানে ঘরে কম্পিউটারের সামনে কিছু সয়ম বসে থাকব আর টাকা ইনকাম করব তা কখনও সম্ভব নয়।
আপনি হয়ত বলতে পারেন ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি ইনকাম করার জন্য বা কাজ করার জন্য পর্যাপ্ত সময়ও তো দরকার। কিন্তু, আপনাকে তো ভবিষ্যৎ করিয়ার এবং স্কীল এর কথাও তো ভাবতে হবে। সুতারং, আপনাকে লেখাপড়ার পাশাপাশি অনলাইনে এমন কোন কাজ করতে হবে যেটাতে ক্যরিয়ার গড়তে পারবেন বা স্কীল ডেভেলপমেন্ট করতে পারবেন। ভিডিও দেখে অনলাইনে আয় করার মধ্যে না আছে কোন ক্যরিয়ার না কোন স্কীল। আর অনলাইনে এমন অনেক কাজ আছে যা আপনি প্রতিদিন অল্প সময দিয়েও লেখাপড়ার পাশাপাশি ভাল পারিমান টাকা ইনকাম করতে পারবেন।
যাইহোক, আজকে আমি আপনাদের সাথে এমন ১০টি সেরা উপায় সম্পর্কে বলব যার মাধ্যমে আপনি ছাত্র অবস্থায় অনলাইনের মাধ্যমে আয় করতে পারবেন পাশাপাশি স্কীল ডিভেলমেন্ট করতে পারবেন যা আপনার ক্যারিয়ার গঠনে অনেক সাহায্য করবে।
ছাত্রদের জন্য অনলাইনের মাধ্যমে আয় করার ১০টি সেরা উপায়
১. ব্লগিং করে অনলাইনে আয়
ব্লগিং করতে কি কি লাগে?
- একটি কম্পিউটার বা ভাল মানের ফোন
- একটি ওয়েবসাইট
- ডোমেইন এবং হোস্টিং
ব্লগিং কি এবং কিভাবেন করবেন?
ব্লগিং করে কত টাকা আয় করা যায়
২. ইউটিউব করে অনলাইনে আয়
ইউটিউব থেকে আয় করতে কি কি লাগে?
- কম্পিউটার বা ভালমানের মোবাইল ফোন
- ক্যামেরা ( আপনার মেবাইলের ক্যামেরা ভাল হলে ব্যবহার করতে পারে)
- ত্রিপদী স্ট্যান্ড (প্রযোজ্য ক্ষেত্রে)
- ভিডিও এডিটিং নলেজ
ইউটিউব থেকে কিভাবে আয় হয়?
- ইউটিউব পার্টনার প্রোগ্রাম
- প্রডাক্ট বিক্রি
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- কন্টেন্ট স্পন্সর করে আয়।
ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়?
৩. অনলাইনে ছবি বিক্রি করে আয়
অনলাইনে ছবি বিক্রি করার কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট
৪. ডাটা এন্ট্রি করে অনলাইনে আয়
ডাটা এন্ট্রির কাজগুলো কি কি হয় ?
- ওয়ার্ড বা এক্সেল প্রোগ্রামে ডাটা এন্ট্রি।
- স্ক্যান ফাইলকে কম্পিউটারে টাইপ করা।
- ডাটা এডিট করা।
- ই-কমার্স ওয়েবসাইটে প্রডাক্ট আপলোড।
- বিভিন্ন কোম্পানীর ইআরপি বা সিস্টেমে ডাটা ইনপুট করা ইত্যাদি।
ছাত্র অবস্থায় ডাটা এন্ট্রির কাজ করে মাসে কত টাকা আয় করা সম্ভব?
কয়েকটি ডাটা এন্ট্রির কাজ করার ওয়েব সাইট
৫. কন্টেন্ট রাইটিং করে অনলাইনে আয়
কন্টেন্ট রাইটিং এর কাজ করার জন্য যে বিষয়গুলো জানা জরুরী
- আপনাকে অবশ্যই রিসার্চ করতে জানতে হবে।
- ক্রিয়েটিভ হতে হবে। (কনেন্ট রাইটিং একটি ক্রিয়েটিভ পেশা)
- ভাষাগত জ্ঞান থাকা প্রয়োজন। (যে ভাষায় কন্টেন্ট লিখবেন সেটা তো অবশ্যই জানতে হবে)
- রাইটিং স্পিড ভাল থাকলে কম সময়ে অনেক কাজ করতে পারবেন।
কয়েকটি কন্টেন্ট রাইটিং এর কাজ করার ওয়েবসাইট
কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায়?
৬. গ্রাফিক্স ডিজাইনের কাজ করে অনলাইনে আয়
ফ্রিল্যাসিং মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইনের কি কি কাজ পাওয়া যায়?
- লগো ডিজাইন
- ব্যানার ডিজাইন
- বিজনেস কার্ড ডিজাইন
- ব্রশিয়ার ডিজাইন
- সেশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন
- প্যাকেজিং ডিজাইন
- অ্যানিমেশন ডিজাইন, ইত্যাদি।
কয়েকটি গ্রাফিক্স ডিজাইনের কাজ করার করার ওয়েবসাইট
- আপওয়ার্ক (Upwork)
- পিপল পার আওয়ার (PeoplePerHour)
- ফ্রিল্যান্সার (Freelancer)
- গুরু ডট কম (Guru.com)
- ফাইভার ডট কম ( Fiverr.com)
গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ছাত্র অবস্থায় আনলাইনে আয় কত টাকা?
৭. রিসেলিং করে করে অনলাইনে আয়
রিসেলিং প্রসেস
- রিসেলিং কোম্পানীতে সেলার হিসেবে একাউন্ট খোলা।
- পছন্দমত পন্য সিলেক্ট করা যেগুলো আপনি বিক্রয় করতে চান।
- আপনার ওয়েবসাইটে ফেসবুকে পন্যের ছবি ,বিবরণ সহ প্রাইজ লিখে আপলোড দিন।( বি:দ্র: রিসেলার কোম্পানী গুলো তাদের একটি প্রডাক্টের নির্দিষ্ট প্রাইজ দিয়ে থাকে। আপনাকে তার চাইতে একটু বেশি দামে বিক্রয় করতে হবে। আপনি যে বেশি টাকা বিক্রয় সেটাই আপনার ইনকাম।)
- বিক্রয়ের সময় কাস্টমারের নাম, কন্টান্ট নম্বর এবং ঠিকানা সংগ্রহ করুন।
- এরপর রিসেলার ওয়েবসাইটে গিয়ে কাস্টমারের সকল তথ্য দিয়ে অর্ডার প্লেস করে দিন। আপনার কাজ শেষ বাকিটা রিসেলার কোম্পানীরাই করবে।
৮. ভিডিও এডিটিং করে অনলাইনে আয়
ফ্রিল্যাসিং মার্কেটপ্লেসে ভিডিও এডিটিং এর কি কি কাজ পাওয়া যায়?
ভিডিও এডিটিং এর কাজ করার জন্য কি কি প্রয়োজন?
- একটি ডেক্সপট বা ল্যাপটপ
- ফটোশপ বা এলাস্ট্রাটর
- ভিডিও এডিটিং টুলস
- ইন্টরনেট কানেকশন
কয়েকটি ভিডিও এডিটিং এর কাজ করার ওয়েবসাইট
- আপওয়ার্ক (Upwork)
- পিপল পার আওয়ার (PeoplePerHour)
- ফ্রিল্যান্সার (Freelancer)
- গুরু ডট কম (Guru.com)
- ফাইভার ডট কম ( Fiverr.com)
ভিডিও এডিটিং এর কাজ করে অনলাইন থেকে কত টাকা আয় করা যায়?
৯. ফেসবুক থেকে আয়
ফেসবুক থেকে কি কি ভাবে টাকা আয় করা যায়
- ফেসবুকে পন্য বিক্রয় করে
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে
- ফেসবুক মার্কেটিং এর কাজ করে
- বিভিন্ন কোম্পানীতে সোশ্যাশ মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে।