বর্তমানে আমরা সবাই মোবইল ফোনের কল রেট নিয়ে খুবিই চিন্তিত। যতই দিন যাচ্ছে মোবাইল সিম কোম্পানীগুলোর কল রেট যেন বেড়েই চলেছে। আমরা হয়ত বর্তমানে মেসেন্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কথা বলতে পারি। কিন্তু আপনি যার সাথে কথা বলবেন, সে যদি অফলাইনে থাকে বা মেসেন্জার ব্যবহার না করে তখন? তখন তো অনেক টাকা খরচ করে কথা বলতে হয় তাই না? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ সম্পর্কে বলব যেটি ব্যবহার করে আপনি ল্যান্ডফোন দেশের যে কোন নম্বরে কথা বলতে পারবেন মাত্র ৩০ পয়সা প্রতি মিনিটে। অ্যাপটি হল বাংলাদেশ টেলিকমিউনিকেশন (বিটিসিএল) – আলাপ অ্যাপ। ৩০ পয়সা কলরেট সহ আরও অনেক সুবিধা রয়েছে আলাপ অ্যাপে। চলুন জেনে নেওয়া যাক আলাপ অ্যাপ সম্পর্কে বিস্তারিতঃ
আরও পড়ুনঃ
আলাপ অ্যাপ
আলাপ অ্যাপ বাংলাদেশ টেলিকমিউকেশন (বিটিসিএল)-এর একটি কলিং অ্যাপ। আলাপ অ্যাপ ব্যবহার করে আপনি মাত্র ৩০ পয়সা প্রতি মিনিট কথা বলা যাবে যে কোন নম্বরে, ল্যান্ডফোন নম্বর সহ। সেটার জন্য আপনার অ্যাপটি চালু করতে প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ। প্রত্যেক আলাপ অ্যাপ ব্যবহারকারীকে একটা ইউনিক নম্বর দেওয়া হয়। নম্বরটি আপনি আপনার ব্যবহৃত যে কোন সিমের নম্বরের সাথে মিলিয়ে নিতে পারবেন। আলাপ অ্যাপের নম্বর গুলো শুরু হয় ০৯৬৯৬ দিয়ে। অর্থাৎ, ধরুন আপনার ব্যবহৃত একটি সিমের নম্বর +৮৮০ ১৬১৭৫৩৫৭৫৭, তাহলে আপনার আলাপ অ্যাপের নম্বর হবে +৮৮০ ৯৬৯৬৬৩৫৭৫৭। অফলাইনে থাকলে যদি আপনার কাছে আসা কোন কল মিস না হয় সেজন্যও রয়েছে কল ফরওয়ার্ডিং সুবিধা। এবং আলাপ টু আলাপ নম্বরে কল ও মেসেজিং সম্পূর্ন ফ্রি।
আলাপ অ্যাপে একাউন্ট খুলতে যা যা প্রয়োজন
- একটি এক্টিভ সিম
- আপনার এনআইডি কার্ড
- ইন্টারনেট সংযোগ
আলাপ অ্যাপে একাউন্ট খুলবেন যে ভাবে।
আলাপ অ্যাপে একাউন্ট খোলা একদমই সোজা। আলাপ অ্যাপে একাউন্ট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
- প্রথমে গুগল-প্লে স্টোর থেকে “আলাপ” অ্যাপটি ইন্সস্টল করে নিন। অথবা আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে অ্যাপল অ্যাপ স্টোর থেকে “আলাপ” অ্যাপটি ইন্সস্টল করে নিন।
- আলাপ অ্যাপটি ইন্সস্টল হয়ে গেলে ওপেন করুন এবং Continue তে ক্লিক করুন।
- আপনি যে নম্বর দিয়ে আলাপ অ্যাপে রেজিষ্ট্রেশন করতে চান, সেই নম্বর টি লিখে Continue তে ক্লিক করুন এবং এরপর Ok প্রেস করুন। [Note: আপনার দেওয়া নম্বরটি অবশ্যই এক্টিভ হবে হবে।]
- এরপর আপনার দেওয়া নম্বরে একটি পিন কোড আসবে। পিন কোডটি ভেরিফাই করে নিন।
- এরপর আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে। সেটি করতে Next বাটনে ক্লিক করুন।
- “Scan the front side of NID card with camera” লেখাতে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলন।
- এর পর “Scan the back side of NID card with camera”-তে ক্লিক করে পনার এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি তুলন।
- আপনার এনআইডি কার্ডের ছবি সঠিকভাবে তোলা হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।
- এখন আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন সবকিছু সঠিক থাকলে Next বাটনে ক্লিক করুন।
- এখন আপনার একটি Selfie তুলতে হবে। একটি Selfie তুলে আপলোড করে দিন।
- সবকিছু ঠিক থাকলে অল্প কিছুক্ষণের মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।
- ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার আলাপ একাউন্ট খুলে যাবে।
আলাপ অ্যাপে রিচার্জ করবেন যেভাবে
- আলাপ অ্যাপ ওপেন করার পর উপরের দিকে ডান পাশে একটি মেনু বার দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ( ৪টি বক্স সম্বলিত অপশন)
- এর পর আপনি অনেকগুলো মেনু দেখতে পাবেন, সেখান থেকে রিচার্জ অপশনটি সিলেক্ট করুন।
- আপপনি আলাপ অ্যাপে আপনার ব্যাংক কার্ড, বিকাশ বা নগদ ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।
- আপনি কার্ড বা বিকাশ যার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন।
- এর পর কত টাকা রিচার্জ করতে চান সেটি লিখুন এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।
আলাপ অ্যাপে প্রোফাইল আপডেট করবেন যে ভাবে
- আলাপ অ্যাপে আপনার প্রোফাইলের ছবি, ইমেল আইডি ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। আলাপ অ্যাপে প্রফাইল আপডেট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- আলাপ অ্যাপটি ওপেন করার পর মেনু বার (উপরের ডান পাশে ৪টি বক্স সম্বলিত অপশন)-এ ক্লিক করুন।
- এর পর আপনি অকেগুলো মেনু দেখতে পাবেন, সেখান থেকে “My Account” সিলেক্ট করুন।
- এরপর আপনি উপরের ডান দিকে একটি পেন আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
- এখন আপনি প্রদর্শিত পেজ থেকে আপনার একাউন্ট-এর তথ্য আপডেট করতে পারবেন।
আলাপ অ্যাপে কল ফরওয়ার্ডিং চালু করবেন যে ভাবে
- আলাপ অ্যাপে যদি আপনার কল ফরওয়ার্ডিং চালু করা থাকে, তাহলে যদি কেউ আপনার অফলাইনে থাকা অবস্থায় কল করে তাহলে সেই কলটি সরাসরি আপনার মোবাইল ফোনে চলে আসবে। এবং আপনি কোন কল মিস করবেন না। চলুন তাহলে, জেনে নিই কিভাবে আলাপ অ্যাপে কল ফরওয়ার্ডিং চালু করবেন।
- আলাপ অ্যাপ ওপেন করার পর উপরের ডান পাশে থাকা মেনু বার (উপরের ৪টি বক্স সম্বলিত অপশন)-এ ক্লিক করুন।
- আপনি অনেকগুলো মেনু দেখতে পাবেন, সেখান থেকে সেটিংস মেনুতে প্রবেশ করুন।
- সেটিংস মেনুতে প্রবেশ করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, সেখান থেকে “Call Forwarding” অপশনে ক্লিক করুন।
- এরপর আপনি “Forward to CSM Call” অপশনটি অন করে দিন
- এরপর একটি পপআপ ইউন্ডো ওপেন হবে, সেখানে আপনি যে নম্বরে কল ফরওয়ার্ডিং চালু করতে চান সেই নম্বরটি লিখে Ok প্রেস করুন।
- কল ফরওয়ার্ডিং চালু হয়ে গিয়েছে। এখন আপনি অফলাইলে থাকলেও আপনার আলাপ নম্বরে আসা কলগুলো মিস করবেন না।