হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমই আছেন। হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন। সারাবিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ বিলিয়নেরও বেশি। হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনস্ক্রিপশন-এর জন্য আমাদের আদান-প্রদান করা তথ্য, ভয়েস, কল, মেসেজ বা ছবি সবকিছুই গোপনও সুরক্ষীত থাকে। আর এজন্য সারাবিশ্বে হোয়াটসঅ্যাপ অত্যন্ত জনপ্রিয়। আমরা সবাই খুব সহজেই মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি। অনেকে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কিন্তু কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্পর্কে কেউ কেউ না না ধরনের সম্যায় ভুগেন। আজকে আমি আপনাদের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের তিনটি উপায় সম্পর্কে বলতে চলেছি। চলুন জেনে নিই কিভাবে কম্পিউটারে হোয়াসটঅ্যাপ ব্যবহার করতে হয়।
আরও পড়ুনঃ
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে
ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। আমরা আজকে যে তিনটি উপায়ে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্পর্কে জানব তা হলঃ
- ওয়েব ব্রাউজারের মাধ্যমে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার
- এক্সটেনশন এর মাধ্যমে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার
- হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ব্যবহার
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের পদ্ধতি
হোয়াটসঅ্যাপ ওয়েব বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ধাপ সমূহঃ
- কম্পিউটারে আপনার পছন্দমত যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং web.whatsapp.com সাইটে প্রবেশ করুন।
- এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উপরের ডান পাশে সার্চ অপশনের পাশে থ্রিডট অপশনে ক্লিক করুন। [ বিঃদ্রঃ আপনি যদি আইফোন ব্যবহার করে তাহলে সেটিংস অপশনে প্রবেশ করুন।]
- একটি ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) অপশনে ক্লিক করুন।
- আপনার ফোনে একটি স্ক্যানার ওপেন হবে। সেটির মাধ্যমে আপনার কম্পিউটারে দেখানো কিউ-আর কোডটি স্ক্যান করুন।
- আপনি যদি উপরের কাজ গুলো সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার ফোনের সকল চ্যাট লিস্ট কম্পিউটারে ওয়েব ব্রাউজারে দেখতে পাবেন।
এক্সটেনশনের মাধ্যমে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার নিয়মঃ
- সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে “মাল্টিমেসেঞ্জার” এক্সটেনশনটি ইন্সস্টল করে নিন।(আপনি যদি ক্রোম এক্সটেনশন কিভানে ইনস্টল করতে হয় সেটা না জানেন। তাহলে কিভাবে এক্সটেনশন ইন্সস্টল করতে হয় সেটা জানতে এখানে ক্লিক করুন।)
- গুগল ক্রোম ব্রাউজারে “মাল্টিমেসেঞ্জার” এক্সটেনশন ইন্সস্টল করা হয়ে গেলে আপনি ব্রাউজারের এক্সটেনশন বারে (ইউআরএল বারের ডান পাশে) “মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger) এক্সটেনশনের আইকন দেখতে পাবেন। আইকনটিতে ক্লিক করে “মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger) এক্সটেনশনটি ওপেন করে নিন।
- এক্সটেনশনটি ওপেন হওয়ার পর আপনি এক্সটনশনের বাম পাশে অনেকগুলো সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার আইকন দেখতে পাবেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করুন।
- এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উপরের ডান পাশে সার্চ অপশনের পাশে থ্রিডট অপশনে ক্লিক করুন। [ বিঃদ্রঃ আপনি যদি আইফোন ব্যবহার করে তাহলে সেটিংস অপশনে প্রবেশ করুন।]
- একটি ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) অপশনে ক্লিক করুন।
- আপনার ফোনে একটি স্ক্যানার ওপেন হবে। সেটির মাধ্যমে আপনার কম্পিউটারে দেখানো কিউ-আর কোডটি স্ক্যান করুন।
- আপনি যদি উপরের কাজ গুলো সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার ফোনের সকল চ্যাট লিস্ট ব্রাউজারের এক্সটেনশনে ওপেন হবে।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ব্যবহার
- হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ডাউনলো করা হয়ে গেলে ইনস্টল করে নিন।
- ইন্সস্টল করা হয়ে গেলে ওপেন করুন।
- এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উপরের ডান পাশে সার্চ অপশনের পাশে থ্রিডট অপশনে ক্লিক করুন। [ বিঃদ্রঃ আপনি যদি আইফোন ব্যবহার করে তাহলে সেটিংস অপশনে প্রবেশ করুন।]
- একটি ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) অপশনে ক্লিক করুন।
- আপনার ফোনে একটি স্ক্যানার ওপেন হবে। সেটির মাধ্যমে আপনার কম্পিউটারে দেখানো কিউ-আর কোডটি স্ক্যান করুন।
- আপনি যদি উপরের কাজ গুলো সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার ফোনের সকল চ্যাট লিস্ট হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে দেখতে পাবেন।
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অসুবিধা
আরও পড়ুনঃ
গুগল ক্রোমে এক্সটেনশন মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger) ইন্সস্টল করবেন যেভাবে
ধাপ সমূহঃ
- আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করুন।
- এখন গুগলে “Multi messenger chrome extension” লিখে সার্চ করুন।
- সার্চ রেজাল্টের প্রথম লিঙ্ক “WhatsApp Green Multi messenger for WhatsApp” টাইটেলের লিঙ্কটি ওপেন করুন।
- এটি আপনাকে গুগল ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে “Add to chrome” এ ক্লিক করুন।
- গুগল ক্রোম ব্রাউজারে “মাল্টিমেসেঞ্জার” এক্সটেনশন ইন্সস্টল করা হয়ে গেলে আপনি ব্রাউজারের এক্সটেনশন বারে (ইউআরএল বারের ডান পাশে) “মাল্টিমেসেঞ্জার” (Multi Messenger) এক্সটেনশনের আইকন দেখতে পাবেন।