আমাদের এখন বেশিরভাগ সময়-ই কাটে অনলাইনে। বিশেষ করে এই লক ডাউনের সময়ে আমরা প্রায় ৮০% ই নির্ভর হয়ে পরেছি এই ইন্টারনেট এর উপর।ঘরে বসেই আমরা যত কঠিন কঠিন কাজ করে ফেলতেছি শুধুমাত্র এই ইন্টারনেট ব্যাবহার করে।একবার ভাবুন তো যদি এই ইন্টারনেট আমাদের না থাকতো তবে কেমন অবস্থা হত।কিভাবে আমরা ঘরে বসে কাজ কর্ম কন্টিনিউ করতাম।এতো কঠিন ভাবনা আমরা এখন ভেবে আর সময় নষ্ট করতে চাই না।আমাদের এই সময়ে ইন্টারনেটের যোগান দেয় আমাদের সীম কম্পানি গুলো।কিন্তু এর বিনিময়ে হাতিয়ে নেয় অনেক টাকা।বিশেষ করে যদি বলি গ্রামীণ সীম এর কথা তবে সেটি আসলেই পুরো ডাকাত একটি কম্পানি।তো এর বিপরীতে আমরা ইন্টারনেটের জন্য ব্যাবহার করে থাকি ওয়াই-ফাই নেটওয়ার্ক। খুবই সাশ্রয়ী আমাদের জন্য এটি। তো এখানে একটি সমস্যা হলো যে আমাদের উইন্ডোজ ডিভাইস এ ওয়াইফাই কানেন্ট করলেও পরবর্তীতে আবার রিমুভ হয়ে যায় বা পাসওয়ার্ড আবার বসানো লাগে। এই ঝামেলা বার বার কার ভালো লাগে বলুন তো বন্ধুরা?
আজকের এই পোস্ট এর টাইটেল দেখেই বন্ধুরা হয়তো বুঝে গেছেন যে আজকের পোস্টটি কি নিয়ে।হ্যা! বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের উইন্ডোজ ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড সেভ করে রাখতে পারি যাতে বার বার কানেক্ট করা না লাগে।তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসল কাজে।
ভিডিওতে দেখুনঃ
চলমান ওয়াই-ফাই এর পাসওয়ার্ড দেখে সেভ করি-
এর জন্য আমাদের কম্পিউটারে আগে থেকে ওয়াই-ফাই কানেক্ট করা থাকা লাগবে।অথবা অবশ্যই প্রথমে আমাদের কম্পিউটার টি রাউটারের সাথে সংযুক্ত করা থাকতে হবে।
১.আমাদের পাসওয়ার্ড টি সেভ করার জন্য আমাদের প্রথমেই স্টার্ট মেনু থেকে “Network Connections“ অপশনটিতে ক্লিক করতে হবে।এখানেই আমরা সব অপশন গুলো পেয়ে যাব আজকের দরকারি।
২.অই অপশনটিতে ক্লিক করলে আমরা কয়েকটি অপশন দেখতে পাব।একটি হলো আমাদের মডেম দিয়ে ব্যাবহার করা ইন্টারনেট এর অপশন এবং অন্যটি ওয়াই-ফাই এর জন্য।এখান থেকে আমরা “Wireless Network Connection” অপশনটি বেছে নিব।এবং এখানে ক্লিক করলেই আমরা কয়েকটি অপশন দেখতে পাব। এখান থেকে “Status” অপশনটিতে ক্লিক করতে হবে।
৩.এইবার আমাদের “Wireless Properties” অপশনটিতে ক্লিক করতে হবে।এই অপশনটিতে ক্লিক করে এবার আমরা “Security” ট্যাব এ প্রবেশ করব। এবার আমাদের পালা ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বের করার।এখন যদি আমরা “Show characters” এ ক্লিক করি তবেই আমরা ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখতে পাব।
সংযুক্ত না হওয়া পাসওয়ার্ড বের করি-
এতক্ষন আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা কানেক্ট হওয়া ওয়াই-ফাই নিয়ে নিতে পারি।এবার আমরা দেখব অন্য উপায়ে ওয়াই-ফাই কানেক্ট করে নিতে পারি।
১.আগের মতো করেই আমাদের পাসওয়ার্ড টি সেভ করার জন্য আমাদের প্রথমেই স্টার্ট মেনু থেকে “Command Prompt (Admin)” অপশনটিতে ক্লিক করতে হবে।
২.প্রথমে Command Prompt, এ গিয়ে আমাদের “netsh wlan show profiles” কমান্ডটি টাইপ করতে হবে।এইবার আমাদের কী-বোর্ড এ এন্টার চাপতে হবে।তবেই আমরা দেখতে পাব যে যে ওয়াই-ফাই কানেক্টেড করা রয়েছে।
৩.এইবার আবার আমাদের কমান্ড এ গিয়ে টাইপ করতে হবে “netsh wlan show profile name=NetworkName key=clear” এরপর এন্টার চাপতে হবে কী-বোর্ড এ।এইবার এখানে আমরা দেখতে পাব আমাদের ওয়াই-ফাই রাউটারের সম্পুর্ন ডিটেইলস সহ।
৪.উপরের কমান্ডগুলো ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারলে এবার আমাদের পাসওয়ার্ডটি শো করবে।এখন “Key content“ এর থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি দেখতে পাব।
উপভোগ করি ওয়াই-ফাই পাসওয়ার্ড –
আমরা দেখে নিলাম যে দুটো পদ্ধতিতে আমাদের ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখে নিতে পারি যেগুলো কিনা খুব সহজেই আমরা করে নিতে পারি।তো বন্ধুরা আশা করি উপরের পদ্ধতি গুলো ঠিকঠাক ভাবে অনুসরণ করলেই আপনি সঠিক ভাবে এই কাজটি করতে পারেন।এখন থেকে আশা করি আর ওয়াই-ফাই পাসওয়ার্ড সেভ করা নিয়ে কোনো ঝামেলায় পরতে হবে না।আজ এই পর্যন্ত-ই।আবার অন্য একদিন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
(পোস্টে ব্যাবহৃত স্ক্রিনশট গুলো Beebom থেকে নেওয়া হয়েছে)