ইন্সটাগ্রাম বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে অন্যতম। অনেক বড় বড় কোম্পানি বা অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইন্সটাগ্রামে বিভিন্ন প্রডাক্টও সার্ভিস প্রমোট করে ইন্সটাগ্রাম থেকে আয় করে থাকেন। সেটার জন্য প্রয়োজন হয় নিয়মিত পোস্ট ও স্টোরি প্রকাশ করা। অনেক সময় অনেকেই শর্টকার্টে অন্যদের স্টোরি বা পোস্ট ডাউনলোড করে সামান্য এডিট করেও ইন্সটাগ্রামে স্টোরি পোস্ট করে থাকেন। কিন্তু অনেকেই হয়ত জানেন না কিভাবে ইন্সটাগ্রাম স্টোরি ডাউলোড করতে হয় বা কি ভাবে ইন্সটাগ্রাম এর পোস্ট ডাউনলোড করা যায়। আজকের পোস্টটি মূলত তাদের জন্যই, আজকে আমি আপনাদের দেখাবো কিভানে আপনি ইন্সটাগ্রাম স্টোরি বা পোস্ট খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুনঃ
যে ভাবে ইন্সটাগ্রাম থেকে ভিডিও বা ছবি ডাউনলোড করবেন
ইন্সটাগ্রাম থেকে যে কোন ভিডিও বা ছবি, এবং ইন্সটাগ্রাম স্টোরিও ডাউনলোড করা একদম সহজ। আমি ইন্সটাগ্রাম থেকে যে কোন ভিডিও বা ছবি ডাউনলোড করার পদ্ধতিগুলো ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি।
মোবাইল এর মাধ্যমে ইন্সটাগ্রাম স্টোরি বা পোস্ট ডাউনলোড
ইন্সটাগ্রামে কোন পোস্ট বা স্টোরি ডাউনলোড করার অপশন নেই। ইন্সটাগ্রাম থেকে কোন ছবি বা ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের অন্য একটি অ্যাপস এর সাহায্য নিতে হবে, ্অ্যাপসটির নাম “InstaSaver” । প্রথমে গুগল প্লে স্টোর থেকে InstaSaver অ্যাপসটি ডাউনলোড করে ইন্সস্টল করে নিন।
মোবাইল দিয়ে ইন্সটাগ্রাম স্টোরি ডাউনলোড করবেন যেভাবে
- আপনি ইন্সটাগ্রাম থেকে যে স্টেরি ডাউনলোড করতে চান যে সেটি ওপেন করলে উপরের দিকে ডান পাশে থ্রি-ডট আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন
- এর পার আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে কপি লিংক-এ ক্লিক করুন।
- এখন InstaSaver অ্যাপসটি ওপেন করুন।
- আপনি একটি বক্সদেখতে পাবেন “Paste an Instagram URL here” , বক্সটিতে আপনি যে লিংক টি কপি করেছেন সটি পেস্ট করুন। অথবা আপনি নিচে একটি বাটন দেখতে পাবেন “Paste Link”-এ ক্লিক করুন।
- আপনি যে ইন্সটাগ্রাম থেকে যে ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান সেটার একটি প্রি-ভিউ দেখতে পাবেন। এখন ডাউনলোড-এ ক্লিক করুন।
- আপনার ইন্সটাগ্রাম স্টেরি ডাউনলোড হয়ে যাবে।
মোবাইল দিয়ে ইন্সটাগ্রাম পোস্ট ডাউনলোড
- আপনি ইন্সটাগ্রাম থেকে যে পোস্টটি ডাউনলোড করতে চান সেই পোস্ট এর উপরের দিকে ডান পাশে একটি থ্রি-ডট আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- এর পর আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে কপি লিংক-এ ক্লিক করুন
- এখন InstaSaver অ্যাপসটি ওপেন করুন।
- আপনি একটি বক্সদেখতে পাবেন “Paste an Instagram URL here” , বক্সটিতে আপনি যে লিংক টি কপি করেছেন সটি পেস্ট করুন। অথবা আপনি নিচে একটি বাটন দেখতে পাবেন “Paste Link”-এ ক্লিক করুন।
- আপনি যে ইন্সটাগ্রাম থেকে যে ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান সেটার একটি প্রি-ভিউ দেখতে পাবেন। এখন ডাউনলোড-এ ক্লিক করুন।
- আপনার ইন্সটাগ্রাম পোস্টটি ডাউনলোড হয়ে যাবে।
কম্পিউটারে ইন্সটাগ্রাম স্টোরি বা পোস্ট ডাউনলোড করবেন যেভাবে
- আপনি ইন্সটাগ্রাম থেকে যে স্টেরি বা পোস্ট ডাউনলোড করতে চান যে সেটি ওপেন করলে উপরের দিকে ডান পাশে থ্রি-ডট আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন
- এর পার আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে কপি লিংক-এ ক্লিক করুন।
- এখন savefrom.net ওয়েবসাইটে প্রবেশ করুন ।
- আপনি একটি বক্সদেখতে পাবেন “Paste your video link here ” , বক্সটিতে আপনি যে লিংক টি কপি করেছেন সেটি পেস্ট করুন।
- এরপর ডাউনলোডে ক্লিক করলে আপনার ইন্সটাগ্রাম স্টেরি ডাউনলোড হয়ে যাবে।